হোম > খেলা > ক্রিকেট

ম্যাক্সওয়েলের বিয়েতে নাচলেন কোহলিরা

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর আগেই ভারতীয় নারী ভিনি রমনকে বিয়ে করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। বিয়ের এক মাস পেরিয়ে যাওয়ার পর গতকাল বুধবার বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেন অস্ট্রেলিয়ান বিধ্বংসী অলরাউন্ডার। তাঁর বিয়ের পার্টিতে হাজির হয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রায় সব খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ। 

অনুষ্ঠানে বিরাট কোহলিদের নাচতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে পার্টিতে কোহলিদের নাচের সেসব ছবি পোস্ট করেছে বেঙ্গালুরু। ছবিগুলো দ্রুতই ছড়িয়ে পড়েছে। অনুষ্ঠানে সপরিবারে যোগ দিয়েছেন বেঙ্গালুরু অধিনায়ক ফাফ ডু প্লেসি ও টপ অর্ডার ব্যাটার কোহলিসহ অন্যরা। 

২০১৯ সালে অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ড মঞ্চে ভিনির সঙ্গে পরিচয় হয় ম্যাক্সওয়েলের। খুব দ্রুতই তাঁরা একে অপরের কাছাকাছি চলে আসেন। পরের বছরই বাগদান সারেন ম্যাক্সি। ওই সময় বিয়ে করার কথা থাকলেও করোনা মহামারির কারণে পরিকল্পনা পিছিয়ে যায়। এ বছরের শুরুতে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। 

ভিনির জন্ম ভারতের তামিল পরিবারে। যদিও তিনি থাকেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে। ভিনি পেশায় একজন ফার্মাসিস্ট। অল্প সময়ের ব্যবধানে ম্যাক্সওয়েলের সঙ্গে মন দেওয়া-নেওয়া হয়ে যায় তাঁর। বাগদান সেরে ভক্তদের সুখবরটা দিয়েছেন ম্যাক্সি। ওই সময়ে অভিনন্দনের জোয়ারে ভাসেন তাঁরা। অপেক্ষা ছিল তাদের বিবাহ পরবর্তী পার্টি এবং মধুচন্দ্রিমা নিয়ে।

মোস্তাফিজকে আইপিএলে ফেরানোর বিষয়ে কোনো কথাই হয়নি: বিসিবি সভাপতি

আইসিসিকে নতুন করে চিঠিতে কী লিখেছে বিসিবি

ব্যাটে-বলে সিলেটকে জেতালেন ‘জামাই’ মঈন আলী

জাতীয় দলে খেলতে কী করতে হবে আলিসকে

টানা হারে নোয়াখালীর দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করলেন সৌম্য

ভারতে না যাওয়ার সিদ্ধান্ত যদি বদলাতে হয় তখন, বিসিবিকে তামিমের প্রশ্ন

বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা বাংলাদেশের

দুই বছর পর বিপিএলে ফিরেই ওয়াসিমের ফিফটি, নোয়াখালীর ছয় হার

‘আইপিএল থেকে মোস্তাফিজের বাদ পড়া হতাশাজনক’

বিশ্বকাপের ম্যাচ পরিচালনায় আছেন দুই বাংলাদেশি