হোম > খেলা > ক্রিকেট

১৫০ করে আক্ষেপ মেটালেন সাব্বির

এই বছর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনীর হয়ে দুই ম্যাচে নড়বড়ে নব্বইতে আউট হয়েছিলেন সাব্বির হোসেন। গুরুত্বপূর্ণ ম্যাচে মোহামেডানের বিপক্ষে ৯১ রানে আউট হন এবং গাজী টাইগার্সের বিপক্ষে ২ রানের জন্য হাতছাড়া করেন সেঞ্চুরি। সেই আক্ষেপ নিয়েই শেষ করেছিলেন টুর্নামেন্ট। তবে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) প্রথম ম্যাচেই অসাধারণ সেঞ্চুরির উচ্ছ্বাস করলেন রাজশাহীর এই ওপেনার।

সিলেটে সাব্বিরের ১৩৯ বলে ১৫০ রানের ইনিংসের সৌজন্যে আজ তৃতীয় দিন ৬ উইকেটে ২৮৩ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে রাজশাহী। ২৩২ রানে এগিয়ে থাকা রাজশাহী সব মিলিয়ে খুলনাকে ছুড়ে দেয় ৫১৬ রানের বিশাল লক্ষ্য। তবে প্রথম ইনিংসে হুড়মুড়িয়ে পড়া খুলনা দ্বিতীয় ইনিংসে ভালোই লড়াই জবাব দিতে শুরু করেছে। দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ১২০ রান তুলেছে তারা। সৌম্য সরকার ৮০ ও অমিত মজুমদার ৩৭ রানে অপরাজিত আছেন। জিততে তাদের আরও প্রয়োজন ৩৯৬ রান।

আরেক ম্যাচে বরিশালের ফলোঅনে পড়ার দিনে সেঞ্চুরি হাতছাড়ার হতাশায় ডুবলেন ইফতেখার হোসেন। অভিষেকে আশরাফুল ইসলাম সিয়ামের ঘূর্ণিতে ঢাকা মেট্রোর বিপক্ষে প্রথম ইনিংসে ২১৯ রানে গুটিয়ে গেছে বরিশাল। দলের বিপর্যয়ে ওপেনার ইফতেখার খেলেছেন ৯৮ রানের ইনিংস। ৫ উইকেট নিয়েছেন সিয়াম। ১৮৯ রানে এগিয়ে থেকে ঢাকা মেট্রো আবারও বরিশালকে ব্যাটিংয়ে পাঠিয়ে ফলোঅন করায় (৩২ /০)।

চট্টগ্রামে ৯ উইকেটে ২৭৩ রানে ইনিংস ঘোষণা করেছে রংপুর। ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি চট্টগ্রাম। ১০৩ রানে অলআউট হয়ে গেছে তারা। খুলনায় মাহিদুল ইসলাম অঙ্কনের সেঞ্চুরিতে (১১৮) প্রথম ইনিংসে ২২৪ রান তুলেছে ঢাকা। ৭৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ৫২ / ০ রানে দিন পার করেছে সিলেট।

বৃষ্টি বাধার পর বাংলাদেশ-ভারত লড়াইয়ের অপেক্ষা, তবে...

ঢাকা কি রংপুরের প্লে-অফের পথে বাধা হয়ে দাঁড়াবে

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে দলে বাংলাদেশের সাবেক কোচ

বিপিএলে ২০০ রানের দেখা নেই, কারণ কী

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাবেক আফগান পেসার

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের

বাংলাদেশের বিশ্বকাপ-জট খুলবে কি

মঈন ঝড় থামিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

বিপিএল থেকে বাদ পড়ে নবিকে নিয়ে হাহাকার নোয়াখালী অধিনায়কের

বিপিএলে শরীফুলের এমন সাফল্যের রহস্য কী