হোম > খেলা > ক্রিকেট

বর্ণবৈষম্যমূলক আচরণের অভিযোগ অস্বীকার করলেন সাব্বির

নিজস্ব প্রতিবেদক


ঢাকা: বর্ণবাদের অভিযোগ এসেছে সাব্বির রহমানের বিরুদ্ধে। ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ইলিয়াস সানি লিজেন্ডস অব রূপগঞ্জের সাব্বিরের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন। এরই মধ্যে শেখ জামাল সিসিডিএমকে চিঠি দিয়ে এ বিষয়ে অভিযোগ করেছে। যদিও সাব্বির এই অভিযোগ অস্বীকার করেছেন।

সূত্র জানিয়েছে, ঘটনাটা আজ সকালের। বিকেএসপির তিন নম্বর মাঠে ডিপিএলে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে খেলছিল শেখ জামাল। ডিওএইচএস ১২১ রানের লক্ষ্যে ব্যাটিং করছিল। ডিপ স্কয়ার লেগে ফিল্ডিং করছিলেন শেখ জামালের স্পিনার ইলিয়াস সানি। এ সময় দুপুরে দ্বিতীয় ম্যাচে খেলতে বিকেএসপিতে পৌঁছায় সাব্বিরদের রূপগঞ্জ। চার নম্বর মাঠে যাওয়ার সময় মাঠের বাইরে থেকে ইলিয়াস সানিকে হঠাৎ ইট ছুড়ে মারেন সাব্বির। শেখ জামাল সূত্রে জানা যায়, সাব্বির নাকি সানিকে ‘কাইল্লা’ ‘কাইল্লা’ বলে গালি দিয়েছেন! বিষয়টি দ্রুত আম্পায়ারকে অবহিত করেন সানি।

ম্যাচ শেষে শেখ জামাল লিখিতভাবে সাব্বিরের বিরুদ্ধে সিসিডিএমের কাছে অভিযোগ করে। অভিযোগ পাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিসিডিএমের সদস্যসচিব আলী হোসেন। তিনি বলেছেন ‘সাব্বিরের বিরুদ্ধে এমন একটি অভিযোগ আমরা পেয়েছি। আমাকে ফোনে জানানো হয়েছে। লিখিতভাবেও অভিযোগ করেছে। আম্পায়ারের রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেব।’

যার বিরুদ্ধে এই অভিযোগ ওঠা সেই সাব্বির অবশ্য অভিযোগটি অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন এ ধরনের কোনো ঘটনাই আজ ঘটেনি! আজকের পত্রিকাকে সাব্বির বলেছেন, ‘আজ আমাদের সঙ্গে তাদের খেলা ছিল না। এমনটা আমি কেন করব? ইলিয়াস সানি ভাইয়ের সঙ্গে আমার ভালো সম্পর্ক। গত ম্যাচে (১৩ জুন) তাঁর সঙ্গে কথা-কাটাকাটি হয়েছিল। এর বেশি কিছু না। ব্যক্তিগত রাগ থেকে এমন হতে পারে। এখন সেই ম্যাচের অভিযোগ হলে আমি মেনে নেব। আমি এমন কিছুই করিনি।’

৩ ফিফটিতে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার দিন

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ