হোম > খেলা > ক্রিকেট

সালাহর শেষ মুহূর্তের গোলে লিভারপুলের চারে চার

ক্রীড়া ডেস্ক    

সতীর্থদের সঙ্গে মিশরীয় তারকার গোল উদযাপন। ছবি: সংগৃহীত

গোলমুখে বারবার ব্যর্থ হওয়ায় পয়েন্ট হারানোর শঙ্কা উঁকি দিচ্ছিল লিভারপুল শিবিরে। যদিও মার্সিসাইডের ক্লাবটির সব শঙ্কা দূর করে দিলেন মোহাম্মদ সালাহ। ম্যাচের অন্তিত মুহূর্তে এই ফরোয়ার্ডের করা গোলের সুবাদে প্রিমিয়ার লিগের ম্যাচটিতে বার্নলিকে ১–০ ব্যবধানে হারিয়েছে লিভারপুল।

এ নিয়ে ইংল্যান্ডের শীর্ষ লিগে শিরোপা ধরে রাখার মিশনে ৪ ম্যাচের সবকটিতে জয় তুলে নিলো লিভারপুল। ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্নে স্লটের শিষ্যরা। ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্সেনাল। সমান পয়েন্ট নিয়ে তিনে আছে টটেনহাম হটস্পার। ৩ পয়েন্ট পাওয়া বার্নলি আছে ১৭ নম্বরে।

টার্ফ মোর স্টেডিয়ামে লিভারপুল খেলেছে নিজেদের মতো করেই। ৮১ শতাংশ বল দখলে রেখে গোলমুখে ২৭টি শট নেয় তারা। এর মধ্যে চারটি লক্ষ্যে ছিল। বিপরীতে রেডদের গোলমুখে ৩ শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি বার্নলি। তাদের বিপক্ষে দাপুটে ফুটবল খেললেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় নির্ধারিত সময়ে ডেডলক ভাঙতে পারেনি লিভারপুল।

তাতেই পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়ার স্বপ্ন দেখছিল বার্নলি। তবে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে তাদের পয়েন্ট ভাগের আশা মাটি করে দেন সালাহ। সফল স্পট কিক থেকে জালে বল জড়ান এই মিশরীয় তারকা ফুটবলার। তার আগে হানিবাল মেজব্রির হাতে বল লাগলে পেনাল্টি পায় লিভারপুল।

একমাত্র গোল হজমের ৯ মিনিট আগে ১০ জনের দলে পরিণত হয় বার্নলি। সফরকারীদের জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার ফ্লোরিয়ান রিটসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন লেসলি উগোচুকো। সে ধাক্কা সামলে আর শেষ পর্যন্ত জাল অক্ষত রাখতে পারেনি নিচের সারির দলটি।

শেষের বিপর্যয়ে ভারতের কাছে আবারও বাংলাদেশের হতাশার হার

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ ছিল অনিচ্ছাকৃত

বিসিবি-আইসিসির সভায় সমাধান হয়নি, বাংলাদেশকে অন্য গ্রুপে রাখার আলোচনা

মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হলো কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট

৪০ রান তাড়ায় ৩৭ রানে অলআউট, ২৩২ বছরের রেকর্ড ভেঙে পাকিস্তান টিভির ইতিহাস

ঢাকাকে হারিয়ে প্লে অফে রংপুর

বাংলাদেশ-ভারত ম্যাচেও ‘নো হ্যান্ডশেক’

বৃষ্টি বাধার পর শুরু বাংলাদেশ-ভারত লড়াই, তবে...

ঢাকা কি রংপুরের প্লে-অফের পথে বাধা হয়ে দাঁড়াবে

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে দলে বাংলাদেশের সাবেক কোচ