হোম > খেলা > ক্রিকেট

ভুল করার পর কোচের সঙ্গে ভারতীয় অধিনায়কের ঝগড়া

ক্রীড়া ডেস্ক    

বাজে শট খেলে আউট হয়েছেন হারমানপ্রীত কৌর। ছবি: ক্রিকইনফো

ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট হওয়ার দারুণ সুযোগ ছিল হারমানপ্রীত কৌরের সামনে। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। আউট হওয়ার পর ভারতের প্রধান কোচ অমল মজুমদারের সঙ্গে তাঁর (হারমানপ্রীত) তীব্র বাদানুবাদ হয়েছে। এই ঘটনা দেখে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন আঞ্জুম চোপড়া।

অমলের সঙ্গে হারমানপ্রীতের ঝগড়ার ঘটনা মূলত গতকাল ইন্দোরে ভারত-ইংল্যান্ড বিশ্বকাপের ম্যাচে ঘটেছে। ২৮৯ রানের লক্ষ্যে নেমে ১০ ওভারে ২ উইকেটে ৪২ রানে পরিণত হয় ভারত। তৃতীয় উইকেটে স্মৃতি মান্ধানার সঙ্গে ১২২ বলে ১২৫ রানের জুটি গড়তে অবদান রাখেন হারমানপ্রীত। ততক্ষণে হারমানপ্রীত ৭০ রান করে ফেলেছেন। সেট ব্যাটার হয়ে গুরুত্বপূর্ণ সময়ে রীতিমতো দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন ভারতীয় অধিনায়ক। ৩১তম ওভারের দ্বিতীয় বলে নাটালি সাইভার ব্রান্টকে কাট করে হারমানপ্রীত সোজা শর্ট থার্ড ম্যানে এমা ল্যাম্বের হাতে ক্যাচ তুলে দিয়েছেন।

৭০ বলে ১০ চারে ৭০ রান করা হারমানপ্রীতের এমন আউট দেখে বিরক্ত ভারতের প্রধান কোচ অমল। সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসের এক ভিডিওতে দেখা গেছে, কীভাবে হারমানপ্রীত শট খেলতে পারতেন সেটা হাতের ইশারায় অমল বুঝিয়ে দিচ্ছেন। অধিনায়ক হারমানপ্রীতও তর্কে জড়িয়েছেন প্রধান কোচের সঙ্গে। ধারাভাষ্যকার আঞ্জুম এই ঘটনা দেখে ধারাভাষ্যকক্ষেই বলে ওঠেন, ‘আসলেই সে (অমল) সিরিয়াস।’ হারমানপ্রীতের আউটের পরও ম্যাচ জয়ের অনেক কাছাকাছি চলে গিয়েছিল ভারত। হাতে ৭ উইকেট নিয়ে শেষ ৫৩ বলে দরকার ছিল ৫৫ রানের। কিন্তু আরেক সেট ব্যাটার স্মৃতি মান্ধানা আউট হওয়ার পর সবকিছু ওলটপালট হয়ে যায়। নির্ধারিত ৫০ ওভারে হারমানপ্রীতের দল ৬ উইকেটে ২৮৪ রানে আটকে যায়।

ইনিংস সর্বোচ্চ ৮৮ রান স্মৃতিই করেছেন। ভারতীয় বাঁহাতি ব্যাটার ৯৪ বলে ৮ চারে করেন ৮৮ রান। ইংল্যান্ডের কাছে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত বলেন, ‘স্মৃতির উইকেটটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। ব্যাটার ছিল আমাদের। কিন্তু কী করে যে সব বদলে গেল, বুঝতে পারলাম না। ইংল্যান্ডকে কৃতিত্ব দিতে হবে।’

ভারতকে ৪ রানে হারিয়ে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপের তৃতীয় দল হিসেবে সেমিফাইনালের টিকিট কেটেছে ইংল্যান্ড। এর আগে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা উঠে গেছে শেষ চারে। ভারত ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে অবস্থান করছে। নিউজিল্যান্ডেরও সমান ৪ পয়েন্ট। কিন্তু নেট রানরেটের কারণে চার ও পাঁচে ভারত ও নিউজিল্যান্ড। ভারত ও নিউজিল্যান্ডের নেট রানরেট ‍+০.৫২৬ ও -০.২৪৫।

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত