হোম > খেলা > ক্রিকেট

বরিশালের জয়ে যে কারণে খুশি আলী

আজকের পত্রিকা ডেস্ক­

বিপিএলে খেলতে এসেই রেকর্ড গড়লেন মোহাম্মদ আলী। ছবি: ফরচুন বরিশাল

বিপিএলের প্লে-অফ ঘিরে রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স এবং ফরচুন বরিশাল— তিন দলই ২৪ ঘণ্টারও কম সময়ে নিজেদের দলকে শক্তিশালী করতে বিদেশি ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে।

তবে জেমস ভিন্স, টিম ডেভিড এবং আন্দ্রে রাসেলের মতো তারকাদের নিয়ে গড়া রংপুর রাইডার্সের পারফর্ম করতে ব্যর্থ হয়েছে। বড় অঙ্কের অর্থ খরচ করেও প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় রংপুর হারের মুখ দেখে ছিটকে গেছে এলিমিনেটরে।

তবে চিটাগং কিংসকে হারিয়ে ফাইনালে ওঠা ফরচুন বরিশালের বিদেশি তারকা কাইল মায়ার্স ও মোহাম্মদ আলী দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে আলো কেড়েছেন। মায়ার্স লিগ পর্বের শুরুর দিকে বরিশালের হয়ে খেললেও আইএলটি২০ টুর্নামেন্টে অংশ নিতে মাঝপথে দল ছেড়ে যান। তবে দ্বিতীয় দফায় বরিশালে ফিরে প্লে-অফে অসাধারণ পারফরম্যান্স করেন। শুরুতেই তার আগ্রাসী বোলিং চিটাগংয়ের ব্যাটিং লাইনআপে ধস নামায়।

আর মোহাম্মদ আলী তো বিপিএলের রেকর্ড বইয়েই জায়গা করে নিয়েছেন। প্রথমবার খেলতে আসা পাকিস্তানি পেসার মোহাম্মদ আলী নিজের স্লোয়ার কাটারে চিটাগংয়ের ফাইনালে যাওয়ার স্বপ্ন ভেঙে দেন। মাত্র ২৪ রানে ৫ উইকেট শিকার করে বরিশালের জয়ে বড় ভূমিকা রাখেন। এটি বিপিএলে অভিষেক ম্যাচে কোনো বিদেশি বোলারের সেরা বোলিং। চিটাগং ইনিংসের ১৯তম ওভারে ২ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। বিপিএলে একই ওভারে ৪ উইকেট নেওয়ার ঘটনা এটাই প্রথম।

ম্যাচ শেষে বরিশালের হয়ে ম্যাচসেরার পুরস্কার জেতা ৩২ বছর বয়সী মোহাম্মদ আলী বলেন, ‘সুযোগ সব সময় আসে না। আমি সেই সুযোগের জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছি। বিপিএলে গুরুত্বপূর্ণ সময়ে দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট নিতে পেরে এবং জয়ের পথে অবদান রাখতে পেরে সত্যিই ভালো লাগছে।’ আলী আরও যোগ করেন, ‘বিশ্বে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ভালো খেললে, ভালো লাগা কাজ করাটাই স্বাভাবিক।’

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত