হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি কেমন লাগল 

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এক সপ্তাহও বাকি নেই। এমন সময়ে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি উন্মোচন হয়ে গেছে। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জার্সির ছবি প্রকাশ করেছে। নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসানসহ বিশ্বকাপ দলের ১৫ সদস্যের সবাই বাংলাদেশের জার্সি পরে একসঙ্গে ছবি তুলেছেন। লাল-সবুজের ঐতিহ্য ধারণ করে তৈরি করা হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি। এতে সবুজের আধিক্য বেশি। সাদা অক্ষরে লেখা বাংলাদেশের নাম। জার্সির সামনের বাঁ পাশে টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো ব্যবহার করা হয়েছে। ডান পাশে বিসিবির লোগো। পেছনে খেলোয়াড়দের নাম ও জার্সি নম্বর দেওয়া হয়েছে। ছবি পোস্ট করে বিসিবি ক্যাপশন দিয়েছে, ‘প্রথমবারের মতো দেখুন। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অফিশিয়াল জার্সি।’ 
 
১৭ মে হিউস্টনে পৌঁছায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে। বিশ্বকাপের আগমুহূর্তে যেটা প্রস্তুতিমূলক সিরিজ। আন্তর্জাতিক ক্রিকেটে এটা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের প্রথম কোনো দ্বিপক্ষীয় সিরিজ। সেখানে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ১ জুন প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। 

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে ‘ডি’ গ্রুপে। ডালাসে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। ১০,১৩ ও ১৭ জুন দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১০ জুন বাংলাদেশ খেলবে নিউইয়র্কে। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ বাংলাদেশ খেলবে সেন্ট ভিনসেন্টে। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ২০ দল অংশ নিচ্ছে এবারের বিশ্বকাপে। ৫৫ ম্যাচের টুর্নামেন্ট শুরু হচ্ছে ২ জুন। ৩০ জুন শেষ হবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বোর্ডের দায়িত্ব থেকে সরানো হচ্ছে পাকিস্তানি অধিনায়ককে

আইপিএল নিলামের আগেই বিদেশি ক্রিকেটারদের বেতন কমিয়ে দিল ভারতীয় বোর্ড

বিশ্বকাপ শেষে একসঙ্গে শুরু আইপিএল-পিএসএল

৩১ কোটি টাকার কেলেঙ্কারিতে ফেঁসে এখন গ্রেপ্তারের শঙ্কায় রানাতুঙ্গা

তাসকিনের সেই বলে আসলে হলোটা কী

বিপজ্জনক বোলিংয়ে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের সেই ঘটনা মনে করিয়ে দিলেন আফ্রিদি

বর্তমান ক্রিকেটারদের আগ্রাসনের অভাব দেখছেন শোয়েব

আফগানদের বিদায়ে সেমিফাইনালে বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রস্তাব পেলে কি বিসিবিতে কাজ করবেন শোয়েব আখতার

শোয়েব আখতার বলছেন, তাসকিন আমার রেকর্ড ভেঙে দিক