হোম > খেলা > ক্রিকেট

জাতীয় লিগে তৃতীয় আম্পায়ারের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খুলনায় রংপুর-ঢাকা মেট্রোর ম্যাচের ফল এল না। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) দুই দলের পঞ্চম রাউন্ড হলো ড্র। কিন্তু চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেটের হারের ম্যাচে বিতর্ক উঠেছে আম্পায়ারিং নিয়ে। ঢাকা বিভাগের দেওয়া ২১০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৫৭ রানে থেমে যায় সিলেটের ইনিংস।

ইনিংসের ৬১তম ওভারে নাজমুল ইসলাম অপুর অফ স্টাম্পের বাইরে পিচ করা ডেলিভারি সুইপ করলেন সিলেটের অধিনায়ক জাকির হাসান। শুরুতে রানের কথা ভাবলেও পরে ফেরত যান ক্রিজে। তার আগেই এলবিডব্লিউর জোরাল আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। হতাশায় জাকির ক্রিজে দাঁড়িয়েই ক্ষোভ ঝাড়েন। ড্রেসিংরুমে ফেরার পথে আম্পায়ারের দিকে কিছু বলতেও দেখা যায় তাঁকে।

ঢাকার বিপক্ষে কয়েকটি সিদ্ধান্ত নিয়েই অসন্তোষ প্রকাশ করেছেন সিলেটের কোচ রাজিন সালেহ। ঘরোয়া লিগে নিম্নমানের আম্পায়ারিংয়ের অভিযোগ অসংখ্যাবারই উঠেছে। সবশেষ ঘটনার পর এবার এনসিএলে থার্ড আম্পায়ারের দাবি করলেন রাজিন। গতকাল আজকের পত্রিকাকে সিলেট কোচ বলেছেন, ‘ঘরোয়া লিগ বা এনসিএল—এগুলো বাংলাদেশের খেলোয়াড়দের ফাউন্ডেশন। এখান থেকে খেলোয়াড়েরা বের হবে, টেস্ট খেলবে। এখানে যদি আম্পায়াররা ঠিকভাবে সিদ্ধান্ত নিতে না পারেন, খেলোয়াড়েরা চাপ দিলে চাপ না নিতে পেরে আউট দিয়ে দেন, তাহলে বাংলাদেশ ক্রিকেট কখনো এগোবে না।’ এরপরই বললেন আসল কথাটা, এবারের এনসিএলে বেশির ভাগ ম্যাচে নিম্নমানের আম্পায়াররা আম্পায়ারিং করছেন। এঁদের সামর্থ্য এতটুকু। এটার সমাধান হলো, যদি থার্ড আম্পায়ার চালু করা যায়, তাহলে এ ভুলের সংখ্যাটা কমে যাবে। 

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ