হোম > খেলা > ফুটবল

চার ফুটবলারকে হারিয়ে বড় ধাক্কা খেল রিয়াল

ক্রীড়া ডেস্ক    

এনদ্রিকসহ রিয়াল মাদ্রিদের চার ফুটবলার নিষিদ্ধ হয়েছেন। ছবি: ফাইল ছবি

সময়টা মোটেও ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। মাঠের পারফরম্যান্সে মিলছে না সুখবর। চ্যাম্পিয়নস লিগে গত রাতে ম্যানচেস্টার সিটির কাছে ২-১ গোলে হেরেছে রিয়াল। জাবি আলোনসোর রিয়াল খেল এবার বড় ধাক্কা।

রিয়ালের তিন ফুটবলারকে দুই ম্যাচ করে নিষিদ্ধ করেছে লা লিগার শৃঙ্খলা কমিটি। লা লিগা কর্তৃপক্ষের শাস্তি পাওয়া রিয়াল মাদ্রিদের এই তিন ফুটবলার হলেন আলভারো ক্যারেরাস, দানি কারভাহাল ও এনদ্রিক। লা লিগায় রোববার রাতে সেলতা ফিগোর বিপক্ষে হারের পর বাজে প্রতিক্রিয়া দেখানোর কারণেই মূলত নিষেধাজ্ঞা পেয়েছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের গত রাতের এক প্রতিবেদনে জানা গেছে। আরেক রিয়াল ফুটবলার ফ্রান গার্সিয়া নিষিদ্ধ হয়েছেন এক ম্যাচ।

আলভারো ক্যারেরাস, দানি কারভাহাল, এনদ্রিক ও গার্সিয়ার নিষেধাজ্ঞা কার্যকর হবে শুধু লা লিগাতেই। সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার সেলতা ফিগোর বিপক্ষে লা লিগার সেই ম্যাচে গার্সিয়া, ক্যারেরাস ও এনদ্রিক দেখেছেন লাল কার্ড। যাদের মধ্যে এনদ্রিক বেঞ্চে বসে দেখেছেন লাল কার্ড। চোটে পড়ায় কারবাহাল সেই ম্যাচে খেলতে পারেননি। ম্যাচ শেষে সান্তিয়াগো বার্নাব্যুর টানেলে রেফারিদের প্রতি অসম্মান করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই ম্যাচের রেফারি ছিলেন আলোহান্দ্রো কুইন্টেরো গঞ্জালেস। ক্যারেরাস শাস্তি পেয়েছেন রেফারি গঞ্জালেসের প্রতি বাজে আচরণ করে। রেফারিং পছন্দ হয়নি বলে সরাসরি ক্যারেরাস মন্তব্য করেছিলেন বলে জানা গেছে। এনদ্রিকও রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন।

লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে সবশেষ আট ম্যাচের মধ্যে কেবল দুটিতে জিতেছে রিয়াল মাদ্রিদ। তিনটি করে ম্যাচ হেরেছে ও ড্র করেছে। ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট পাওয়া রিয়াল এখন ২০২৫-২৬ মৌসুমের লা লিগার পয়েন্ট টেবিলের দুইয়ে। ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। লা লিগায় সেলতা ফিগোর বিপক্ষে সেদিন জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন গার্সিয়া। স্প্যানিশ এই লিগে রিয়ালের পরবর্তী প্রতিপক্ষ আলাভেস। মেন্দিজোরোজা স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে আলাভেস-রিয়াল মাদ্রিদ লা লিগার ম্যাচ।

৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি অবস্থান করছে চার নম্বরে। পিএসজি, আতালান্তার ১৩ পয়েন্ট হলেও গোল ব্যবধানের কারণে তারা ভিন্ন ভিন্ন অবস্থানে রয়েছে। পিএসজি ও আতালান্তা অবস্থান করছে তিন ও পাঁচ নম্বরে। ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্সেনাল। দুইয়ে থাকা বায়ার্ন মিউনিখের পয়েন্ট ১৫। ১২ পয়েন্টে নিয়ে রিয়াল মাদ্রিদ সাত নম্বরে। প্রত্যেকেই ছয়টি করে ম্যাচ খেলেছে।

ভারতকে এত বেশি হারাতে পারেনি আর কোনো দল

বিজয়ের মাসে মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের প্রতি তানজিম সাকিবের শ্রদ্ধা

শিশু সাজিদের মৃত্যুতে শোকাহত তাসকিন, চাইলেন দোয়া

বসুন্ধরা-মোহামেডানের শিরোপার গতিপথ নির্ধারণী ম্যাচ

ডাফির বোলিং তোপে তিন দিনেই হারল ওয়েস্ট ইন্ডিজ

বিকেলে বসুন্ধরা-মোহামেডান লড়াই, কীভাবে দেখবেন

‘আগে জানত না, বিশ্বকাপের পর এখন বাংলাদেশকে সবাই চেনে’

বিসিবিতে আসা মার্শাল কীভাবে ফিক্সিংয়ে জড়িত ক্রিকেটারদের ধরেন

বিশ্বকাপে কলকাতায় বাংলাদেশের ম্যাচ দেখবেন ১৩৫ টাকায়

মেয়েদের ফুটবল র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের দুঃসংবাদ