হোম > খেলা > ফুটবল

ম্যাচের ‘দ্বিতীয় দিনে’ ৩ গোল হজমে হার মোহামেডানের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রহমতগঞ্জের কাছে মোহামেডানের হার। ছবি: বাফুফে

বৈরী আবহাওয়ায় স্থগিত হওয়ায় গতকাল মোহামেডান-রহমতগঞ্জ ম্যাচটি হতে পেরেছিল ১৮ মিনিট। তাতে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল দীর্ঘ ২২ বছর পর লিগ শিরোপাজয়ী সাদা-কালোরা। কিন্তু কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ ম্যাচের বাকি সময়ে ‘খেল’ দেখাল রহমতগঞ্জ। আগের দিন দুই গোল হজম করা রহমতগঞ্জ চ্যাম্পিয়নদের ৩ গোল ফিরিয়ে দিয়ে জিতল ৪-৩ ব্যবধানে।

৩১ মিনিটে তাজ উদ্দিনের গোলে সমতায় ফেরে রহমতগঞ্জ। মিনিট ছয়েক মোহামেডানকে আবার এগিয়ে দেন অধিনায়ক দিয়াবাতে। কিন্তু ম্যাচের শেষ দিকে দুই মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচ জিতে নেয় রহমতগঞ্জ। ৮৪ ও ৮৬ মিনিটে দুটি গোলই করেন ঘানার স্যামুয়েল বোয়াটেং।

চলতি প্রিমিয়ার লিগ ফুটবলে এটি মোহামেডানের দ্বিতীয় হার। ১৬ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ৩৮। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচে রহমতগঞ্জ। ৩১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে আবাহনী ক্রীড়া চক্র। গতকাল যারা ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লিগ টেবিলের তলানির দল চট্টগ্রাম আবাহনীকে। বিজয়ী দলের পক্ষে জোড়া গোল করেন এনামুল ইসলাম গাজী। ১টি করে গোল করেন এমেকা ওগবুগ, আসাদুজ্জামান বাবলু ও রাফায়েল অগাস্তো। বড় এই জয়ের পর ১৫ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিনে আবাহনী।

দিনের আরেক ম্যাচে পুলিশ এফসিকে ১-১ গোলে রুখে দিয়েছে ফর্টিস। বিরতির আগে ৪৪ মিনিটে আলামিনের গোলে এগিয়ে যায় পুলিশ। ৬৮ মিনিটে ওমরের গোলে সমতায় ফেরে ফর্টিস।

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ