হোম > খেলা > ফুটবল

বাংলাদেশের হয়ে খেলতে আর অপেক্ষা করতে পারছেন না ফাহামিদুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের হয়ে খেলতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফাহামিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

ফাহামিদুল ইসলামের জন্য এর চেয়ে ভালো খবর আর কী হতে পারত। রোম থেকে ঢাকায় গতকাল পা রেখেছেন সকালে। কয়েক ঘণ্টা পরই বাংলাদেশের প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন তিনি। প্রথমবারের মতো এবার বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফাহামিদুল।

ভুটান ও সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে গতকাল ২৬ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই দলে ইতালিপ্রবাসী ফাহামিদুল সুযোগ পেয়েছেন। তাঁকে নিয়ে বাফুফে গত রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিও বার্তায় ফাহামিদুল বলেন, ‘এখানে এসে অনেক ভালো লাগছে। লাল-সবুজ জার্সি পরে বাংলাদেশকে কিছু দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

এ বছরের মার্চে বাংলাদেশের জার্সিতে অভিষেকে নজরকাড়া পারফরম্যান্স করেন হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করলেও শিলংয়ে স্বাগতিকদের নাচিয়ে ছেড়েছেন তিনি। হামজার পর শমিত শোম, কিউবা মিচেল, ফাহামিদুলের মতো প্রবাসীদের এখন বাংলাদেশের জার্সিতে খেলার সম্ভাবনা জোরালো হয়েছে। বাংলাদেশের ফুটবল যেন নতুন এক প্রাণ ফিরে পেয়েছে তাতে। ভক্ত-সমর্থকদের ভালোবাসার ব্যাপারে ফাহামিদুল বলেন, ‘এমন ভালোবাসা দেখানোয় সমর্থকদের ধন্যবাদ। আপনাদের এমন ভালোবাসা পেয়ে সত্যিই অনেক কৃতজ্ঞ। খেলতে এখন মুখিয়ে আছি।’

১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় পর্বে খেলবে বাংলাদেশ-সিঙ্গাপুর। একই মাঠে ৪ জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ফাহামিদুলের হয়তো এবার বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে পারে।

সৌদি আরবের ক্যাম্পে অনুশীলন করেও ২৫ মার্চ ভারত ম্যাচের জন্য চূড়ান্ত দলে জায়গা পাননি ফাহামিদুল। তখন বাংলাদেশ ফুটবল দলের কোচ কাবরেরা বেশ সমালোচনার মুখে পড়েছিলেন। এবার ভুটান-সিঙ্গাপুরের বিপক্ষে সুযোগ মেলে কিনা, সেটা সময়ই বলে দেবে।

২৫ মার্চ শিলংয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করলেও নজর কেড়েছেন হামজা। একই গ্রুপে থাকা সিঙ্গাপুরও তখন ড্র করেছিল হংকংয়ের সঙ্গে। তাতে বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর, হংকং—এই চার দলেরই পয়েন্ট এক। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের পরের ম্যাচটাই বাংলাদেশের এবার সিঙ্গাপুরের বিপক্ষে।

আরও পড়ুন:

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার