হোম > খেলা > ফুটবল

অদম্য স্পেনকে টপকে ফাইনালে কি উঠতে পারবে ফ্রান্স

ক্রীড়া ডেস্ক    

স্পেনের বিপক্ষে নামার আগে অনুশীলনে ব্যস্ত ফ্রান্স ফুটবল দল। ছবি: এএফপি

নেশনস লিগের দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামছে আজ দুই ফুটবল পরাশক্তি ফ্রান্স ও স্পেন । জার্মানির এমএইচপি অ্যারেনায় ফাইনাল নির্ধারণী লড়াইয়ে এমবাপ্পে-ইয়ামালের মধ্যেও লড়াই থাকছে। ডাগআউটে স্পেনকে ইউরো জেতানো কোচ লুইস দে লা ফুয়েন্তে ও ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো দিদিয়ের দেশমের মস্তিষ্কের লড়াই। উত্তাপ ছড়ানো ম্যাচের অপেক্ষায় স্টুটগার্ট।

দুই দলের সর্বশেষ পাঁচ দেখায় কঠিন প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিচ্ছে। তিনটিতে জিতেছে স্পেন, দুটিতে ফ্রান্স। র‍্যাঙ্কিংয়ে ২ নম্বরে থাকা স্পেন টানা ১৮ ম্যাচ অপরাজিত রয়েছে। এর মধ্যে জিতেছে ১৫ ম্যাচ। ৩ ম্যাচ ড্র করেছে। তবে শেষ তিন ম্যাচে প্রতিপক্ষের জালে দুবার করে বল জড়ালেও নিজেরাও গোল হজম করেছে। এর মধ্যে দুটি ম্যাচ ড্র হয়েছে , যা তাদের রক্ষণের দুর্বলতা নির্দেশ করে।

গ্রুপ পর্বে ৬ ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে ১৬ পয়েন্ট অর্জন করে স্পেন । কোয়ার্টার ফাইনালে তারা ডাচদের বিপক্ষে দুই লেগে ৫-৫ গোলে ড্র করার পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় পায় । বিপরীতে ফ্রান্স ১৩ পয়েন্ট অর্জন করে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম লেগে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েও দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফেরে । টাইব্রেকারে তারা ৫-৪ ব্যবধানে জয় নিশ্চিত করে।

উয়েফা নেশনস লিগের ফাইনালে আগেই উঠে বসে আছে পর্তুগাল। ২০০০ সালের ইউরোর পর অবশ্য তেমন একটা মুখোমুখিও হয়নি দল দুটি। আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে প্রথম সেমিফাইনালে পর্তুগাল ২-১ গোলে হারিয়েছে জার্মানিকে। তাতে জার্মানির বিপক্ষে সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল মিলিয়ে ২৫ বছর পর জয় পেল পর্তুগিজরা। পর্তুগালের ফাইনালে ওঠার রাতে গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও ফ্রান্সিসকো কনকেইসাও।

‘খলনায়ক’ রিয়াদের ব্যাটেই জিতল রংপুর

২ ম্যাচ খেলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ক্রেমার

কারা আছেন বাংলাদেশের যুব বিশ্বকাপ দলে

৪০০ উইকেটের ক্লাবে মোস্তাফিজ

ভক্তদের সঙ্গে যেটা হচ্ছে, সেটা সাকিবের খুব খারাপ লাগে

‘ক্রিকেট বোর্ড ভাঙতে পারে, আবার আইসিসিতেও যেতে পারে’

৭ ‘নতুন মুখ’ নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা

অ্যাশেজে অপেক্ষা ফুরাচ্ছে ম্যাথু পটসের

ঢাকাকে উড়িয়ে জয়ে ফিরল চট্টগ্রাম

জুনে অস্ট্রেলিয়া, আগস্টে বাংলাদেশে আসছে ভারত