হোম > খেলা > ফুটবল

ভুটানের লিগে জোড়া গোল করে ম্যাচসেরা কৃষ্ণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জোড়া গোল করে ম্যাচসেরার পুরস্কার পেলেন কৃষ্ণা রানি সরকার। ছবি: ফেসবুক

ভুটানে মেয়েদের লিগে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের ফুটবলাররা। উদ্বোধনী ম্যাচে থিম্পু সিটির হয়ে গোলের দেখা পান মারিয়া মান্দা। এ ছাড়া তিনটি অ্যাসিস্ট করেন শামসুন্নাহার সিনিয়র। আজ ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে জোড়া গোল করে ম্যাচসেরা হয়েছেন কৃষ্ণা রানি সরকার। গোল পেয়েছেন মাসুরা পারভীনও।

চ্যাংলিমিথান স্টেডিয়ামে ভুটান ফুটবল একাডেমির অনূর্ধ্ব-১৭ দলকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে ট্রান্সপোর্ট ইউনাইটেড। ম্যাচের শুরুর একাদশে ছিলেন কৃষ্ণা ও গোলরক্ষক রুপনা চাকমা। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ট্রান্সপোর্ট ইউনাইটেড। বিরতির পর মাঠে নামার ৪৩ সেকেন্ডের মধ্যেই জাল কাঁপান মাসুরা। কর্নার থেকে হেডে ব্যবধান ৩-০ করেন তিনি। দলের চতুর্থ গোলটি আসে তাঁর অ্যাসিস্ট থেকেই।

৬৩ মিনিটে বক্সের ভেতর দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোলের খাতা খোলেন কৃষ্ণা। ৭৮ মিনিটে গোলরক্ষকের ভুলের সুযোগ দারুণভাবে লুফে নেন এই ফরোয়ার্ড। বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে কৃষ্ণা করেন নিজের দ্বিতীয় গোল। এটা দলের সপ্তম গোল।

১৫ মে সামতসে এফসির মুখোমুখি হবে পারো এফসি। ক্লাবটি নিয়েছে সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমাকে।

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের