হোম > রাজনীতি

সরকারের পতনই দেশের সব সমস্যা সমাধানের একমাত্র পথ: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিসহ দেশের বিরাজমান সব সমস্যা সমাধানে সরকারের পতন ঘটানোই একমাত্র পথ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এই পথে অগ্রসর হতে দলীয় নেতা-কর্মীসহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুস্থ, অসহায় ও গরিবদের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণকালে তিনি এই মন্তব্য করেন। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এই অনুষ্ঠানের আয়োজন করে।

গয়েশ্বর বলেন, ‘আজকে একটিমাত্র পথ, এই সরকারের পতন। এই অনিবার্য পতনকে নিশ্চিত করতে হবে।’

বিএনপি নেতা বলেন, ‘পরিবর্তিত বিশ্বে বাংলাদেশের পরিবর্তনও অনিবার্য। পরিবর্তন ঘটবে। এই সরকারও যাবে। সেদিন আর বেশি দূরে নয় এবং সেই কাজটি যথাসময়ে ঘটাতে আমাদের প্রস্তুত থাকতে হবে।’

নেতা-কর্মীদের উদ্দেশে গয়েশ্বর বলেন, ‘আমরা যেন রাস্তায় দাঁড়িয়ে মার না খাই, সে জন্য আমাদের চোখ-মুখের ভাষা প্রস্তুত রাখতে হবে। আমাদের পেছনে যাওয়ার সুযোগ নেই। সামনে বাড়ার সুযোগ আছে। আমরা সাহস করে সামনে বাড়ালে ওরা (সরকার) গুলি করার সাহস পাবে না। কারণ তাদের প্রতিরোধ করার শক্তি নেই।’

ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপি উত্তর ও দক্ষিণের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও আব্দুস সালাম প্রমুখ।

তারেক রহমানকে বিদায় দিতে হিথ্রো বিমানবন্দরে ভিড়

বিএনপি সরকার গঠন করলে গণঅধিকারকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করবে: নুর

তারেক রহমানের জন্য উড়োজাহাজে এ-১ আসন নির্ধারণ

উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও যথাসময়ে নির্বাচন চায় এনসিপি-জামায়াত

লন্ডন থেকে রাত সোয়া ১২টায় দেশের পথে রওনা দেবেন তারেক রহমান, বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা

৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াত

মহাসচিব বিএনপিতে, জোট ছাড়ার ঘোষণা দিলেন এলডিপির কর্নেল অলি

ঋণখেলাপির তালিকায় নাম: রিট খারিজ, নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না

বিএনপিতে ববি হাজ্জাজ ও রেদোয়ান, মান্না-সাকি-নুরের আসন জানালেন মির্জা ফখরুল

নির্বাচন পেছাতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: পাটওয়ারী