হোম > রাজনীতি

নারী কমিশন বাতিল না হলে দেশ অচলের হুঁশিয়ারি হেফাজতের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, হেফাজত নেতাদের নামে থাকা সব মামলা প্রত্যাহারসহ কয়েকটি দাবি পূরণ না হলে সারা দেশ অচল করার হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি জুনায়েদ আল হাবীব।

আজ শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন জুনায়েদ আল হাবীব।

সমাবেশে বক্তারা বলেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব আগামীকাল শনিবারের মধ্যে প্রত্যাখ্যান করতে হবে। তা না হলে ঢাকাসহ সারা দেশ অচল করার হুঁশিয়ারি দিয়েছেন জুনায়েদ আল হাবীব।

সংস্কার কমিশনের প্রতিবেদনটি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম নারী সমাজের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক মন্তব্য করে হেফাজতের নেতারা বলেন, সুপারিশে এমন কিছু গর্হিত বিষয় নিয়ে আসা হয়েছে, যাতে সামাজিক মূল্যবোধে চরমভাবে আঘাত করা হয়েছে, যা কোরআন-হাদিস পরিপন্থী। এটিকে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন জানিয়ে তাঁরা বলেন, ৫ আগস্টের আন্দোলনের সঙ্গে এমন কমিশন সাংঘর্ষিক।

হেফাজতে ইসলাম পল্টন জোনের সভাপতি মুফতি সালাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজীর পরিচালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা সরওয়ার কামাল আজিজী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা ড. শুয়াইব আহমদ, মাওলানা মীর ইদ্রিস নদভী, মাওলানা নূর হোসাইন নূরানী, মুফতি জাবের কাসেমী, মুফতি ফখরুল ইসলাম, মাওলানা জয়নুল আবেদিন, মুফতি আজারুল ইসলাম, মুফতি শরিফুল্লাহ, মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী প্রমুখ।

উল্লেখ্য, কয়েকটি দাবি আদায়ে আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ডা. জুবাইদার মতো আমিও আপনাদের সন্তান: তারেক রহমান

সিলেটের সকালটা আজ অন্যরকম

৭ আসনে এনসিপির প্রতিপক্ষ জামায়াত, খেলাফত প্রার্থীরাও

ভোটারের প্রত্যাশা বেশি, প্রার্থীর প্রতিশ্রুতি কম নয়

শাহজালালের মাজারে তারেক রহমান, বিএনপির নির্বাচনী প্রচার শুরু

জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের মামলায় মেনন-মানিক গ্রেপ্তার

উত্তরবঙ্গে ৮ জেলায় সফরে যাচ্ছেন জামায়াত আমির

বিএনপির ৫৯ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

পাইকারিভাবে দায়মুক্তি দিলে হবে না, প্রতিটি ঘটনার তদন্ত করতে হবে: আনু মুহাম্মদ

খোলস পাল্টে বাংলাদেশে ভিত গড়ার চেষ্টায় জামায়াত, উদ্বেগে উদারপন্থী ও সংখ্যালঘুরা