হোম > রাজনীতি

জাহাঙ্গীরের মাকে নিয়ে কিছু বলতে চাই না: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাজীপুরে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মায়ের প্রার্থিতা ও বহিষ্কার নিয়ে কিছু বলতে চান না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, ‘জাহাঙ্গীর আওয়ামী লীগ করতেন, তিনি আওয়ামী লীগ থেকে মেয়র হয়েছেন। তাঁকে বিরত রাখা নির্বাচন কমিশনের আচরণেরও বিরুদ্ধে। তবে তাঁর মা আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে ছিলেন না। তাঁদের দল থেকে বহিষ্কার নিয়ে দলীয় কোনো আলোচনার আগে কিছু বলতে চাই না।’

আজ বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘সাব-রিজিওনাল মিটিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ অন এক্সিলারেটিং দ্য ট্রানজিশন টু ইলেকট্রিক মোবিলিটি ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের এসব কথা বলেন।

নির্বাচনকালীন সরকারে থাকার বিষয়ে বিএনপির অবস্থান প্রসঙ্গে কাদের বলেন, ‘আমি এ কথা গায়ে পড়ে বলিনি। সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন, তাঁর জবাবে আমি বিষয়টি বলেছি। তাদের স্বপ্রণোদিত হয়ে সংলাপে ডাকিনি। এখানে এটা নিয়ে ভুল বোঝাবুঝির উপায় নেই।’

কাদের বলেন, ‘বিএনপির নির্বাচনে অংশগ্রহণে সরকার দয়া বর্ষণ করছে না, এটা তাদের অধিকার। গণতান্ত্রিক দল হিসেবে এই অধিকার তাদের নেওয়া প্রয়োজন। তাদের কোনো প্রলোভন দেখাচ্ছি না। এটা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলা।’

এর আগে অনুষ্ঠানে কাদের বলেন, বাংলাদেশ পরিবহন সেক্টর থেকে ২০৩০ সালের মধ্যে ৩ দশমিক ৪ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড নিঃসারণ শর্তহীনভাবে হ্রাস করার অঙ্গীকার করা হয়েছে। এর প্রেক্ষাপটে আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন খাতে ব্যবহৃত যানবাহনের ন্যূনতম ৩০ ভাগ বৈদ্যুতিক যানবাহন ক্যাটাগরিতে রূপান্তরিত হবে। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২৪ ধারা মোতাবেক বৈদ্যুতিক মোটরযান চলাচলসংক্রান্ত নীতিমালা, ২০২৩ ইতিমধ্যে প্রণয়ন করা হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, এ বছরের নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে ১০০টি বৈদ্যুতিক ডাবল ডেকার শীতাতপনিয়ন্ত্রিত বাস যুক্ত হবে। এর মধ্যে ৮০টি ঢাকা শহরে ও ২০টি চট্টগ্রামে চলাচল করবে। পর্যায়ক্রমে অন্যান্য জেলায়ও এই বাস আমদানির প্রক্রিয়া চলছে।

মন্ত্রী বলেন, এখানে এসে অনেক খুশি তিনি। অনেক মানুষ এসেছে, যারা পৃথিবীকে বাঁচাতে চায়। তাই সবাইকে সঙ্গে নিয়ে কাজে করতে হবে। শুধু বড় বড় কথা মুখে বললে হবে না। এ সময় নিরাপদ সড়কের জন্য মূল্যবান ফান্ডিং করায় বিশ্বব্যাংককে ধন্যবাদ জানান তিনি। তাদের এই ফান্ডিং বাংলাদেশের অনেক কাজে আসবে বলে মন্তব্য করেন কাদের।

রাত ১২টার সময়ই কানায় কানায় পূর্ণ সংবর্ধনাস্থল

তারেক রহমানকে লন্ডন থেকে ঢাকায় আনবেন ক্যাপ্টেন ইমামুল

বড়দিনে খ্রিষ্টান সম্প্রদায়কে তারেক রহমানের শুভেচ্ছা

হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিতে হলো সিয়ামকে: জামায়াত আমির

তারেক রহমানকে বিদায় জানাতে হিথরো বিমানবন্দরে ভিড়

বিএনপি সরকার গঠন করলে গণঅধিকারকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করবে: নুর

তারেক রহমানের জন্য উড়োজাহাজে এ-১ আসন নির্ধারণ

উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও যথাসময়ে নির্বাচন চায় এনসিপি-জামায়াত

লন্ডন থেকে রাত সোয়া ১২টায় দেশের পথে রওনা দেবেন তারেক রহমান, বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা

৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াত