হোম > রাজনীতি

কমিটি বাতিলের দাবিতে প্রধান ফটকের সামনে অবস্থান জবি ছাত্রদলের একাংশের

জবি প্রতিনিধি 

ছবি: আজকের পত্রিকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে আন্দোলনরত একদল নেতা-কর্মী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের রাস্তায় প্ল্যাকার্ড হাতে বসে পড়েছেন। আজ মঙ্গলবার দুপুরে শাখা ছাত্রদলের একাংশ এই কর্মসূচি পালন করে। এ সময় আন্দোলনরত নেতা-কর্মীরা ‘পকেট কমিটি মানি না, মানব না’, ‘বিতর্কিত কমিটি মানি না, মানব না’সহ নানা স্লোগান দিতে থাকেন।

আন্দোলনরত নেতা-কর্মীরা আহ্বায়ক কমিটিতে দীর্ঘদিন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা নেতাদের উপেক্ষা করার কথা বলেন। এতে তুলনামূলক নিষ্ক্রিয়, বিতর্কিত, এমনকি ছাত্রলীগ থেকে আসা কর্মীদের পদায়ন করা হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।

সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিবিড় মুন্সী বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বৈষম্যমূলক যে কমিটি গঠন করা হয়েছে তার প্রতিবাদে আজকের অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। যত দিনে এই কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন না করা হবে, তাত দিন পর্যন্ত আন্দোলন চলবে।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক ২ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ সবুজ, নিবিড় মুন্সী, পিয়ার আলী আল্লান হীরা, মোহাম্মদ নাজমুল আলম, মিয়া রাসেল, মারুফ আহমেদ, রাশেদুল ইসলাম রাহাত, সাবেক সহসাধারণ সম্পাদক শিহাব উদ্দিন খান, সাবেক সহসংগঠনিক সম্পাদক আরিফুল রহমান, সোলাইমান খান সাগর, আব্দুল আলিম, জিহাদুল ইসলাম জিহাদ, ওমর ফারুক, মাহবুব আলমসহ নেতা–কর্মীরা।

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণার প্রেস ব্রিফিং শেষ মুহূর্তে স্থগিত

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা