হোম > রাজনীতি

নিজ নামের সঙ্গে ‘দেশনায়ক’ ‘রাষ্ট্রনায়ক’ না বলতে তারেক রহমানের নির্দেশ

আজকের পত্রিকা ডেস্ক­

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

নিজের নামের সঙ্গে ‘দেশনায়ক’ কিংবা ‘রাষ্টনায়ক’ না জুড়ে দিতে দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার বিএনপি ঘোষিত ৩১ দফা নিয়ে ঢাকা বিভাগের নেতাকর্মীদের প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ নির্দেশ দেন।

নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আপনাদের কাছে আমার একটি অনুরোধ-আপনাদের সহকর্মী হিসেবে এটি আমার অনুরোধ। আপনাদের নেতা হিসেবে এটি আমার নির্দেশ–আজকের পর থেকে দয়া করে আমার নাম যখন কেউ বলবেন, দেশনায়ক, রাষ্ট্রনায়ক— এই কথাগুলো দয়া করে কেউ ব্যবহার করবেন না আমার নামের সঙ্গে।’

সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দেশটা আমাদের সবার। আমাদের সকলকে মিলে কাজ করতে হবে। আমরা যদি প্রত্যেকের অবস্থান থেকে একটু একটু করে এগিয়ে আসি, একটু সহনশীল হই, একটু করে চেষ্টা করি, আমরা ভাল কিছু করতে সক্ষম হবো।’

আগামী দিনের সম্ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, ‘সামনে আমাদের অনেক সম্ভাবনা আছে নতুন সেক্টর তৈরি করার। আমরা সেগুলো নিয়ে কাজ করছি। আমি মনে করি বিএনপি সুযোগ পেলে আমরা কতগুলো সমস্যা কমিয়ে আনতে সক্ষম হব। তবে বাস্তব বিবেচনা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে, আমরা রাতারাতি সবকিছু করে ফেলতে পারব না। আপনি-আমি করতে পারব না।’

তারেক রহমান বলেন, ‘বিষয় একটাই- আমরা দেশকে দেশের মানুষকে সঙ্গে নিয়ে ভাল কিছু করতে চাই। বিএনপি এমন একটি দল, যারা দেশ পরিচালনা করেছে। হয়তো আমরা অনেক কিছু করতে পারিনি। আবার অনেক কিছু কিন্তু করেছি আমরা। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আমরা করেছি। বাংলাদেশে শিল্পের যুগ, সেটা বিএনপির সময়ই সূচিত হয়েছে।’

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটে এক কর্মশালায় বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা মানুষের মাঝে ছড়িয়ে দিতে নেতাকর্মীদের আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, ‘মানুষকে বোঝান, মানুষকে বলুন যে, মানুষকে নিয়ে আমরা এইভাবে দেশ গড়তে চাই।’

প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যা দরকার, বিএনপি তা-ই করবে: নজরুল ইসলাম খান

জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া স্বৈরাচারকে পুনর্বাসন: আখতার

তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের বৈঠক

সন্দেহজনক আচরণ: তারেক রহমানের বাসার সামনে থেকে আটক ২

একটি মহলের ইন্ধনে উদ্দেশ্যমূলকভাবে অনেকের প্রার্থিতা বাতিল করা হয়েছে: গোলাম পরওয়ার

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক আজ

সংস্কারের তৃতীয় শক্তির উত্থান ঠেকাতে কাজ করছে নির্বাচন কমিশন: রাষ্ট্র সংস্কার আন্দোলন

দলগুলো ‘হ্যাঁ’ নাকি ‘না’ ভোটের পক্ষে, তা ইশতেহারে সুস্পষ্ট করতে হবে: বদিউল আলম মজুমদার

আনিসুল ইসলামের প্রস্তাবককে অপহরণের অভিযোগ, পরে উদ্ধার