হোম > রাজনীতি

সরকার অংশগ্রহণমূলক নির্বাচন চায় না: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য রাজনৈতিক কর্মসূচি অপরিহার্য। আর বিরোধীদের সেই কর্মসূচিগুলোতে বাধা দিয়ে মূলত সরকার অংশগ্রহণমূলক নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ শুক্রবার সন্ধ্যায় জামায়াতে ইসলামী ঘোষিত দেশের মহানগরীগুলোতে শান্তিপূর্ণ মিছিলে পুলিশের বাধাদান ও দেশের বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার, হয়রানির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলটির ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান এক বিবৃতিতে এ কথা বলেন। 

বিবৃতিতে ভারপ্রাপ্ত আমির বলেন, রাজনৈতিক দলগুলোকে কথা বলতে বাধা দিয়ে সরকার প্রমাণ করেছে তারা অংশগ্রহণমূলক নির্বাচন চায় না। 

মুজিবুর রহমান বলেন, চট্টগ্রাম মহানগরীর মিছিলে পুলিশ হানা দিয়ে ২১ জনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া ২৭ ও ২৮ জুলাই রাত ও দিনভর অভিযান চালিয়ে বগুড়া শহর থেকে ৫ জন, যশোর থেকে ৭ জন, বাগেরহাট থেকে ১১ জন, নওগাঁ থেকে ৪ জন, খুলনা মহানগরী থেকে ৩ জনসহ জামায়াতের অর্ধশতাধিক নেতা-কর্মীকে পুলিশ অন্যায়ভাবে গ্রেপ্তার করে নিয়ে যায়। 

দেশের জনগণ পুলিশের নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করে জানিয়ে জামায়াতের আমির বলেন, ‘আশা করি, আগামী ৩০ জুলাই জেলা সদরে মিছিল এবং ১ আগস্ট ঢাকা মহানগরীতে সমাবেশের কর্মসূচি বাস্তবায়নে প্রশাসন সহযোগিতা করবে। দেশের জনগণ সরকারের জুলুম-নিপীড়নের বিরুদ্ধে ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমে এসেছে। জনগণ তাদের দাবি আদায়ের জন্য আজ ঐক্যবদ্ধ।’

রাঙামাটিতে বড় ফ্যাক্টর জেএসএস সমর্থকেরা

বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ