হোম > রাজনীতি

১৫ ফেব্রুয়ারি মার্কা নির্বাচন করে ক্ষমতায় আসিনি: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা ১৫ ফেব্রুয়ারি মার্কা নির্বাচন করে ক্ষমতায় আসিনি। এবারের যে নির্বাচন, এটা কোনো সেমি ডেমোক্রেসি নয়। এটা ডেমোক্রেটিক নির্বাচন। তারা আসেনি, তারপরও ৪২ শতাংশ ভোটার ভোট দিয়েছে। অনেক উন্নত দেশে এত লোক ভোটাধিকার প্রয়োগ করে কি না সন্দেহ।’

আজ শুক্রবার বিকেলে রাজধানী খামারবাড়ীর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপির নেতৃত্বে দেশের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন হয়। এরপরই তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের নেতৃত্বে আন্দোলনের মুখে ওই বছরের ৩০ মার্চ সরকার পদত্যাগ করে। 

দেশের স্থিতিশীলতার প্রতীক শেখ হাসিনা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের নিরাপত্তা, গণতন্ত্র, অর্থনীতি, ভাবমূর্তি শেখ হাসিনার হাতে নিরাপদ। সে জন্যই তিনি ১৯৯৬ থেকে ২০০১, মাঝে ৫ বছর (২০০১-০৬) ষড়যন্ত্রমূলক নির্বাচনে তাঁকে হারানো হয়েছিল। এরপর ২০০৯ থেকে এখন পর্যন্ত ক্ষমতায় অধিষ্ঠিত আছেন।’

বিএনপিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, ‘নেতা লন্ডনে, কর্মীরা হতাশ, কী করবে? হাল ধরার কেউ নেই। বিএনপি পথ হারা পথিকের মতো দিশেহারা। এই দলের ভবিষ্যৎ আছে বলে কর্মীরাও বিশ্বাস করে না। তাই এদের নিয়ে মাথাব্যথার কোনো কারণ নেই। তবে কারণ একটা আছে, এরা সাম্প্রদায়িক শক্তির ঠিকানা, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। অর্থ পাচার ও দুর্নীতির রাজা। তাই তাদের রুখতে হবে। আমাদের সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি। এদের প্রশ্রয় দেওয়া যাবে না, রুখতে হবে। বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যেতে এ অপশক্তিকে রুখতে হবে এক সঙ্গে।’ 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আজকে যারা বাংলাদেশ নিয়ে বেশি কথা বলেন, কথায় কথায় সরকারের, গণতন্ত্রের সমালোচনা করেন। যারা আন্দোলনে ব্যর্থ, নির্বাচন ঠেকাতে ব্যর্থ, তারা গণতন্ত্রের সমালোচনা করেন। বঙ্গবন্ধুর পরিবারের রক্তস্রোত যারা বইয়ে দিয়েছিল, কারাগারে জাতীয় নেতাদের হত্যা করে তাদের গণতন্ত্র শুরু। এরাই এখন সবচেয়ে বেশি গণতন্ত্রের কথা বলে।’ 

এ সময় কৃষির প্রতি জোর দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘অন্য সবকিছুর উত্থান-পতন হতে পারে, কিন্তু কৃষি ঠিক থাকলে সব ঠিক। তাই আমি সবাইকে বলব, নেত্রীর যে অগ্রাধিকার, তা প্রায়োগিক বাস্তবতায় অক্ষরে অক্ষরে অনুসরণ করবেন।’ 

এ সময় তিনি এ দেশের নানা আন্দোলন-সংগ্রামে কৃষকদের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘আমাদের ঢাকা শহরের ৪০০ বছরে অনেক স্মৃতি আছে সংগ্রাম, আন্দোলন, বিপ্লবের। বাংলাদেশে স্বাধীনতা আন্দোলনের সূচনায় হয়েছিল কৃষকদের হাতে। খণ্ড খণ্ড কৃষক বিদ্রোহ। ফকির, তিতুমীরের বাঁশের কেল্লা, নীল বিদ্রোহ এসব কৃষকদের আন্দোলন।’

কৃষির গুরুত্ব বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যথাযথভাবে অনুধাবন করেছেন উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, কৃষি বাঁচলে, বাংলাদেশের অর্থনীতি বাঁচবে। অর্থনীতিকে বাঁচাতে হলে কৃষিকে বাঁচাতে হবে। এই বিষয়টি বঙ্গবন্ধুকন্যা যথাযথ ভাবে অনুধাবন করেছেন। 

মঞ্চের স্টেজে অতিথিদের সামনে ঝুড়িতে কাঁচা সবজি প্যাকেজিং করা রাখা হয়েছিল। ওবায়দুল কাদের বলেন, ‘পুরো স্টেজে অনেক লোভনীয় সবজি। আমি জানি না এগুলোর উৎপাদক যারা, তারা কেউ আছে নাকি? আমি সমীরকে (কৃষক লীগ সভাপতি) বললাম এগুলো কি বাজার থেকে কেনা? নাকি নিজেদের উৎপাদনের? দেখলাম তো অনেকেই ছাদবাগান করে। এটা ভালো।’ 

তিনি বলেন, ‘কৃষক লীগকে শহরের মধ্যে আটকে না রেখে গ্রামের দিকে নিয়ে যাওয়া ভালো। কৃষক লীগের ধানমন্ডি শাখা, বনানী শাখা, গুলশান শাখা, বারিধারা শাখার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। একসময় এমনও ছিল কুয়েতে কৃষক লীগ, কাতার, সৌদি আরব, আমেরিকায় কৃষক লীগ। কারা কৃষক? ওই যে বিদেশে থাকে জায়গা হয় না, সব সংগঠনে ঢুকেছে এখন দোকান খুলে প্রবাসে। এ রকম করে আরও নানান বিষয় আছে। সেই বৃত্ত থেকে কৃষক লীগ বেরিয়ে আসছে।’ 

কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র চন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী প্রমুখ।

পাক বাহিনীর হয়ে বুদ্ধিজীবীদের বাড়ি থেকে কারা তুলে নিয়ে গিয়েছিল, ভালো করেই জানি: মির্জা ফখরুল

শহীদ বুদ্ধিজীবীদের পাকিস্তানিরা নয়, ভারতীয়রাই হত্যা করেছিল: গোলাম পরওয়ার

বিজয় দিবসে বিএনপির দুই দিনের কর্মসূচি

স্বাধীনতাবিরোধী শক্তি ভোল পাল্টে নতুন দেশ গড়ার ভাব দেখাচ্ছে: মির্জা ফখরুল

নির্বাচন বানচাল ও গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করতেই ‘টার্গেটেড কিলিং’: নাহিদ ইসলাম

নির্বাচন বানচাল ও গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করতেই টার্গেট কিলিং: নাহিদ ইসলাম

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বিএনপি নেতা মোশাররফ

সুদানে ৬ সেনা নিহতের ঘটনায় তারেক রহমানের শোক

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

এআই দিয়ে তৈরি ছবি বুঝতে না পারায় দুঃখ প্রকাশ করলেন রিজভী