হোম > রাজনীতি

সিইসি সঠিক কথা বলেছেন: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপিকে ছাড়া নির্বাচন সম্ভব হবে না—এই বক্তব্যের জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে সাধুবাদ জানিয়ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘সিইসি বলেছেন বিএনপি ছাড়া নির্বাচন হবে না। একেবারে সঠিক কথা বলেছেন।’ 

জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সমাবেশে আজ বুধবার তিনি এ কথা বলেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুৎসাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। 

সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা আব্বাস বলেন, ‘বিএনপিকে ছাড়া নির্বাচন হবে না—এটা দেশের মানুষ বোঝে, আওয়ামী লীগ বোঝে, সিইসি বোঝে, এই সরকার বোঝে না।’ 

সিইসিকে সাধুবাদ জানিয়ে আব্বাস বলেন, ‘আপনাকে (সিইসি) সাধুবাদ জানাই। বিএনপিকে বারবার ডাকবেন এই কারণে, বিএনপিকে ছাড়া আপনি নির্বাচন করতে পারবেন না। বাংলাদেশে কারো সাধ্য নেই বিএনপিকে ছাড়া নির্বাচন করার। যারা নির্বাচনে যাওয়ার চেষ্টা করবে, তাদের ছাড় দেওয়া হবে না। এই সরকারকে আমরা কোনো অবস্থাতেই ছাড় দেব না।’ 

নির্বাচন কমিশনের সংলাপে না যাওয়ার কারণ হিসেবে মির্জা আব্বাস বলেন, ‘আমরা সংলাপে যাই নাই। কারণ আমরা নির্বাচন কমিশন বুঝি না, আমরা নির্বাচন কমিশন চিনি না, আমরা নির্বাচন কমিশন মানি না। আমরা চাই এই সরকার থাকবে না। এই সংসদ ভেঙে দিয়ে নতুন এক সরকারের অধীনে নির্বাচন কমিশন হবে, তখন আমরা নির্বাচনে যাব।’ 

তারেক রহমানকে নিয়ে কুৎসাপূর্ণ বক্তব্যের নিন্দা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘দেশের মানুষ যখন বিদ্যুৎ পাচ্ছে না, গ্যাস-পানি পাচ্ছে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তখন মানুষের দৃষ্টি অন্যদিকে নিতে তারেক রহমানকে এসব কথাবার্তা বলা হচ্ছে। তবে দেশের জনগণ আহম্মক নয়। তারা সব বোঝে।’

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

জামায়াতের আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০-৭০টি আসন পাবে: শামীম হায়দার

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান

‘আরেকবার চেষ্টা করে দেখতে চাই’, মাহফুজ আলমের পোস্ট

গোপন উৎসে ৫ গুণের বেশি আয় রাঙ্গাঁর

ঢাকা-১৯ আসন: বিএনপি প্রার্থীর ৮, জামায়াত প্রার্থীর এক মামলা

আযাদ, জারাসহ ৫১ জন ফিরে পেলেন প্রার্থিতা