হোম > রাজনীতি

তিন মামলা, বিএনপি নেতা কর্মীসহ জ্ঞাত-অজ্ঞাত আসামি আড়াই হাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতা কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মতিঝিল, পল্টন ও শাহজাহানপুর থানায় পৃথক মামলা করেছে পুলিশ। তিন মামলায় যথাক্রমে মতিঝিলে ২৮, শাহজাহানপুরে ৫২ ও পল্টন থানায় ৪৫০ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও দুই হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। 

ডিএমপির যুগ্ম কমিশনার (অপস) বিপ্লব কুমার সরকার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, পুলিশের কাজে বাধা, মারধরসহ বিভিন্ন অভিযোগে এই মামলায় আসামি করা হয়েছে। এর মধ্যে বুধবার রাতে বিএনপির কার্যালয় থেকে আটক ৪৫০ জনকে পল্টন থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

 ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশের কর্মসূচি রয়েছে। এই সমাবেশ কোথায় হবে, তা নিয়ে আলোচনার মধ্যেই বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে মকবুল আহমেদ নামের একজন নিহত হন। আহত হন বিএনপির অনেক নেতা-কর্মী। 

ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমির

নাহিদ শিক্ষকতা ও পরামর্শ দিয়ে বছরে আয় করেন ১৬ লাখ টাকা

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ

হাসনাতের বছরে আয় সাড়ে ১২ লাখ টাকা, ব্যাংকে ২৬ লাখ টাকার সোনা

খালেদা জিয়ার প্রয়াণে ছায়ানট ও উদীচীর শোক প্রকাশ

খালেদা জিয়াকে হত্যার দায় থেকে হাসিনা কখনোই মুক্তি পাবেন না: নজরুল ইসলাম খান

‘মা ঋণ নিয়ে থাকলে জানাবেন, পরিশোধ করব, কথায় আঘাত পেলে ক্ষমা চাচ্ছি’, জানাজায় তারেক রহমান

তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা তুলে দেন জয়শঙ্কর

গৃহবধূ থেকে আপসহীন নেত্রী খালেদা জিয়া

খালেদা জিয়ার জানাজা-দাফন ঘিরে সংসদ ভবন এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা