হোম > রাজনীতি

খুশির ঈদেও স্বস্তি নেই: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি, যাত্রাপথে ভোগান্তিসহ নানা কারণে খুশির ঈদেও জনমনে স্বস্তি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

আজ সোমবার সকালে শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন। জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে এই শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়। 

রিজভী বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ স্বস্তিতে ঈদ করতে পারছে না। ইচ্ছা থাকার পরেও পরিবার-পরিজনের জন্য উপহার কিনতে পারছে না। বিশেষ করে স্বল্প আয়ের মানুষেরা ঈদে বিপাকে পড়েছেন বেশি। অন্যদিকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনতেও মানুষ হিমশিম খাচ্ছে। পাশাপাশি পরিবারের সঙ্গে ঈদ করতে গিয়েও পদে পদে হয়রানির শিকার হচ্ছে। একদিকে টিকিট কালোবাজারি অন্যদিকে যাত্রাপথেও সীমাহীন ভোগান্তিতে পড়ছে মানুষ। সব মিলিয়ে এবার ঈদে মোটেও স্বস্তিতে নেই মানুষ।’ 

‘সব ক্ষেত্রে অরাজকতা সৃষ্টি হয়েছে’ এমন মন্তব্য করে রিজভী বলেন, ‘সরকারের জবাবদিহিতা নেই বলেই আজকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। উন্নয়নের নামে যে টাকা পাচার হচ্ছে, তার কারণে ভয়াবহ মুদ্রাস্ফীতি এই অবস্থার জন্য দায়ী।’ 

সরকারের সমালোচনা করে রিজভী বলেন, ‘উন্নয়নের পাথরের নিচে মানুষ যে আর্তনাদ করছে, সেটা সরকার শুনতে পায় না।’ 

কুমিল্লা সিটি করপোরেশন নিয়ে দলের সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে রিজভী বলেন, ‘এই বিষয়ে দলের অবস্থান তো পরিষ্কার যে, এই সরকারের অধীনে বিএনপি কোন নির্বাচনে যাবে না। এরপরেও যদি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেন, তবে তিনি যত জনপ্রিয় নেতাই হোন না কেন, দলের গঠনতন্ত্রের বিধান অনুযায়ী তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’ 

তারেকের প্রত্যাবর্তন: ফেরার ঘোষণায় ব্যাপক উৎসাহ, লন্ডন-ঢাকা ফ্লাইটের টিকিট শেষ

‘সেপারেটিস্টদের’ আশ্রয়–প্রশ্রয় দিয়ে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দেব: হাসনাত

আল-বদর ও আল-শামস নয়, বুদ্ধিজীবীদের হত্যা করেছে পার্শ্ববর্তী দেশ— জামায়াতের বুলি বিএনপি নেতার মুখে

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

২৪ শুধু ইতিহাসের অংশ নয়, এটি আমাদের কলিজার অংশ: জামায়াত আমির

অথর্ব কমিশনের অধীনে কোনো নির্বাচন সম্ভব না: নাহিদ ইসলাম

নির্বাচনের তারিখ ঘোষণা হলেও সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

প্রার্থীদের বন্দুকের লাইসেন্স দিলে ‘আফ্রিকান সিনড্রোম’ দেখা দেবে: সাইফুল হক

ক্ষমতায় গেলে আমরা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেব: মির্জা ফখরুল

জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ