হোম > রাজনীতি

আজ থেকে নির্বাচনী প্রচারে নামলাম: শামীম ওসমান 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) মেয়র নির্বাচন নিয়ে আলোচনায় ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। এ বিষয়ে আজ সোমবার শহরে চাষাড়ায় সংবাদ সম্মেলন করেছেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আজ থেকে আমি নির্বাচনী প্রচারে নামলাম।’

সোমবার দুপুর ২টায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে নেতা-কর্মীরা তাঁর সঙ্গে ছিলেন। শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি, শেখ মুজিবের ঘাঁটি এখানে অন্য খেলার সুযোগ নেই। কে প্রার্থী হু কেয়ার, কলাগাছ না, আমগাছ সেটা দেখব না।’

শামীম ওসমান বলেন, ‘আমাদের দেখার বিষয় আমাদের এটা স্বাধীনতার নৌকা, শেখ হাসিনার নৌকা, বঙ্গবন্ধু শেখ মুজিবের নৌকা, আওয়ামী লীগের নৌকা। এই নৌকার বাইরে যাওয়া, আমরা যারা আওয়ামী লীগকে ভালোবাসি তাঁদের যাওয়ার সুযোগ নেই। কোনো পদ-পদবি পাওয়ার জন্য আমরা রাজনীতি করি না।’

শামীম বলেন, ‘আমি ভেবেছিলাম খুব খুশি মনে আমি আমাদের প্রার্থীর পক্ষে ঝাঁপিয়ে পড়ব। কিন্তু কারা আমার নামে কী রিপোর্ট দিল, তা নিয়েই আলোচনা হচ্ছে। এখানে আমার জন্ম, আমার মৃত্যু এখানেই হবে। আমি বলছি আমি কাউকে ব্লেম করি নাই। একজন মেয়ের নাম বলে একজন আমাকে বলেছিল ওনাকে নিয়ে আমি ব্লেম করেছি। আমি তাঁকে ধমক দিয়ে বলেছিলাম—তাঁর নাম নিব না। তাঁকে আমি কিছু বলি নাই।’

শামীম ওসমান বলেন, ‘আমি নাম বলব না; কিন্তু তাঁকে বলব আল্লাহর কাছে ক্ষমা চান।’

প্রসঙ্গত, ১৬ জানুয়ারি নাসিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েছেন সেলিনা হায়াৎ আইভী। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন তৈমুর আলম খন্দকার।

আরও পড়ুন:

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণার প্রেস ব্রিফিং শেষ মুহূর্তে স্থগিত

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা