হোম > রাজনীতি

আজ থেকে নির্বাচনী প্রচারে নামলাম: শামীম ওসমান 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) মেয়র নির্বাচন নিয়ে আলোচনায় ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। এ বিষয়ে আজ সোমবার শহরে চাষাড়ায় সংবাদ সম্মেলন করেছেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আজ থেকে আমি নির্বাচনী প্রচারে নামলাম।’

সোমবার দুপুর ২টায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে নেতা-কর্মীরা তাঁর সঙ্গে ছিলেন। শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি, শেখ মুজিবের ঘাঁটি এখানে অন্য খেলার সুযোগ নেই। কে প্রার্থী হু কেয়ার, কলাগাছ না, আমগাছ সেটা দেখব না।’

শামীম ওসমান বলেন, ‘আমাদের দেখার বিষয় আমাদের এটা স্বাধীনতার নৌকা, শেখ হাসিনার নৌকা, বঙ্গবন্ধু শেখ মুজিবের নৌকা, আওয়ামী লীগের নৌকা। এই নৌকার বাইরে যাওয়া, আমরা যারা আওয়ামী লীগকে ভালোবাসি তাঁদের যাওয়ার সুযোগ নেই। কোনো পদ-পদবি পাওয়ার জন্য আমরা রাজনীতি করি না।’

শামীম বলেন, ‘আমি ভেবেছিলাম খুব খুশি মনে আমি আমাদের প্রার্থীর পক্ষে ঝাঁপিয়ে পড়ব। কিন্তু কারা আমার নামে কী রিপোর্ট দিল, তা নিয়েই আলোচনা হচ্ছে। এখানে আমার জন্ম, আমার মৃত্যু এখানেই হবে। আমি বলছি আমি কাউকে ব্লেম করি নাই। একজন মেয়ের নাম বলে একজন আমাকে বলেছিল ওনাকে নিয়ে আমি ব্লেম করেছি। আমি তাঁকে ধমক দিয়ে বলেছিলাম—তাঁর নাম নিব না। তাঁকে আমি কিছু বলি নাই।’

শামীম ওসমান বলেন, ‘আমি নাম বলব না; কিন্তু তাঁকে বলব আল্লাহর কাছে ক্ষমা চান।’

প্রসঙ্গত, ১৬ জানুয়ারি নাসিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েছেন সেলিনা হায়াৎ আইভী। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন তৈমুর আলম খন্দকার।

আরও পড়ুন:

রাঙামাটিতে বড় ফ্যাক্টর জেএসএস সমর্থকেরা

বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ