হোম > রাজনীতি

ব্যারিস্টার খোকনের অব্যাহতিপত্র প্রত্যাহার করল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহসভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। গতকাল সোমবার ব্যারিস্টার খোকনকে বিষয়টি জানিয়ে ফোরাম থেকে চিঠি দেওয়া হয়।

ফোরামের দপ্তর সম্পাদক মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, গত ২৫ এপ্রিল বিএনপির মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরীর উপস্থিতিতে সিনিয়র আইনজীবীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মতিতে অব্যাহতিপত্র প্রত্যাহার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

এদিকে গতকাল ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের কাছে দুঃখ প্রকাশ করে চিঠি দেন। তাতে বলা হয়, গত ২২ এপ্রিল সংবাদ সম্মেলনে আপনার বিরুদ্ধে কিছু অনাকাঙ্ক্ষিত বক্তব্য প্রদান করেছি, যা আপনার অনুভূতিতে আঘাত লেগেছে বলে আমি উপলব্ধি করেছি। সে কারণে আমি গভীরভাবে অনুতপ্ত। এ জন্য আপনার একজন সিনিয়র সহকর্মী হিসেবে ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি। আশা করি আপনি বিষয়টি নিয়ে আমার প্রতি আর কোনো বিরূপ ধারণা পোষণ করে থাকবেন না। 

এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব গ্রহণ করায় গত ২০ এপ্রিল ব্যারিস্টার খোকনকে ফোরামের সিনিয়র সহসভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে ২২ এপ্রিল সংবাদ সম্মেলন করেন খোকন।

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম হতে পারে ‘এনপিএ’

আসন সমঝোতার আলোচনা, থমকে যাচ্ছে বারবার

এনসিপির অগ্রাধিকারে সংস্কার, বিচার ও কর্মসংস্থান

দুর্নীতি দমন, নারীর অধিকারে গুরুত্ব জামায়াতের

তারুণ্যের আকাঙ্ক্ষায় প্রাধান্য বিএনপির

জামায়াত আমির বলেছেন, ক্ষমতায় গেলে শরিয়াহ আইন করবেন না: মার্থা দাশ

বিএনপি থেকে এস এ সিদ্দিক বহিষ্কার

ইসির নির্লিপ্ততা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে: বিএনপি

‘জামায়াত কি জাতীয় পার্টির মতো ভূমিকা পালন করবে’— সংশয়ে ইসলামী আন্দোলন, নতুন জোটের ইঙ্গিত

বাসার ভেতর পোস্টাল ব্যালট গণনার ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা