হোম > রাজনীতি

ব্যারিস্টার খোকনের অব্যাহতিপত্র প্রত্যাহার করল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহসভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। গতকাল সোমবার ব্যারিস্টার খোকনকে বিষয়টি জানিয়ে ফোরাম থেকে চিঠি দেওয়া হয়।

ফোরামের দপ্তর সম্পাদক মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, গত ২৫ এপ্রিল বিএনপির মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরীর উপস্থিতিতে সিনিয়র আইনজীবীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মতিতে অব্যাহতিপত্র প্রত্যাহার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

এদিকে গতকাল ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের কাছে দুঃখ প্রকাশ করে চিঠি দেন। তাতে বলা হয়, গত ২২ এপ্রিল সংবাদ সম্মেলনে আপনার বিরুদ্ধে কিছু অনাকাঙ্ক্ষিত বক্তব্য প্রদান করেছি, যা আপনার অনুভূতিতে আঘাত লেগেছে বলে আমি উপলব্ধি করেছি। সে কারণে আমি গভীরভাবে অনুতপ্ত। এ জন্য আপনার একজন সিনিয়র সহকর্মী হিসেবে ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি। আশা করি আপনি বিষয়টি নিয়ে আমার প্রতি আর কোনো বিরূপ ধারণা পোষণ করে থাকবেন না। 

এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব গ্রহণ করায় গত ২০ এপ্রিল ব্যারিস্টার খোকনকে ফোরামের সিনিয়র সহসভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে ২২ এপ্রিল সংবাদ সম্মেলন করেন খোকন।

৭ আসনে এনসিপির প্রতিপক্ষ জামায়াত, খেলাফত প্রার্থীরাও

ভোটারের প্রত্যাশা বেশি, প্রার্থীর প্রতিশ্রুতি কম নয়

শাহজালালের মাজারে তারেক রহমান, বিএনপির নির্বাচনী প্রচার শুরু

জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের মামলায় মেনন-মানিক গ্রেপ্তার

উত্তরবঙ্গে ৮ জেলায় সফরে যাচ্ছেন জামায়াত আমির

বিএনপির ৫৯ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

পাইকারিভাবে দায়মুক্তি দিলে হবে না, প্রতিটি ঘটনার তদন্ত করতে হবে: আনু মুহাম্মদ

খোলস পাল্টে বাংলাদেশে ভিত গড়ার চেষ্টায় জামায়াত, উদ্বেগে উদারপন্থী ও সংখ্যালঘুরা

তারেক রহমানের সঙ্গে দেখা করলেন বিজেপিসহ ৫ দলের নেতারা

তিন নেতার মাজার ও হাদির কবর জিয়ারতের মাধ্যমে শুরু হচ্ছে এনসিপির নির্বাচনী প্রচার