হোম > রাজনীতি

রাত ৩টায় জরুরি সংবাদ সম্মেলনে যা বললেন রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির অসংখ্য নেতাকের্মীকে অদৃশ্য করা হচ্ছে, গুম করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  সরকার বিএনপিসহ বিরোধী দলকে নির্মূল করার কর্মসূচি হাতে নিয়েছে বলে মন্তব্য করেন তিনি। 

শনিবার (১৯ আগস্ট) দিবাগত রাত ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালযে জরুরি সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন রিজভী।

রিজভী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ রবিনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন। 

তিনি বলেন, শনিবার পদযাত্রা কর্মসূচি পালন করার পর সন্ধ্যা থেকে নয়াপল্টন এলাকায় বিএনপির নেতা-কর্মীদের আটক করা শুরু হয়। এ নিয়ে কার্যালয়ে থাকা নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক ভর করে। এই অবস্থার মধ্যে তানভীর আহমেদ রবিনও কার্যালয়ে অবস্থান করেন।

পরিস্থিতি স্বাভাবিক হয়েছে ভেবে রাত ১২টার পরে কেন্দ্রীয় কার্যালয থেকে বের হওয়ার পরে মোটরবাইকে করে নাইটিঙ্গেল মোড়ে গেলে গোয়েন্দা পুলিশ রবিনকে ধাওয়া করে। এক পর্যায়ে তাঁকে ঘিরে ফেলে। এরপর থেকে রবিনের হদিস মিলছে না। তাঁর পরিবার থেকেও কিছু বলতে পারছে না। রবিনকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে, এটা অনেকেই দেখেছেন। আমরা বলছি তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু গোয়েন্দা পুলিশ তা স্বীকার করছে না। রিজভী বলেন, এই স্বীকার না করা একটা মানুষ্যত্বহীন কাজ। যে কাজ সরকারের আইনশৃঙ্খলা বাহিনী বরাবার করছে। 

তানভীর আহমেদ রবিনকে তাঁর পরিবারের কাছে ফেরত দিতে মহানগর গোয়েন্দা পুলিশের প্রতি আহ্বান জানান রিজভী। অন্যথায এর চরম পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ার দেন তিনি। 

রিজভী বলেন, 'আমাদের অসংখ্য নেতাকের্মীকে অদৃশ্য করা হচ্ছে, গুম করা হচ্ছে। বিএনপিসহ বিরোধী দলকে নির্মূল করার কর্মসূচি হাতে নিয়েছে তারা। এটা কোনো সভ্য দেশ হতে পারে না। এক ভয়ংকর অসভ্যতা চলছে দেশে।' 

এর আগে রিজভী আহমেদ সংবাদ সম্মেলন করবেন বলে রাত আড়াইটায় গণমাধ্যমকর্মীদের কাছে বার্তা পাঠান বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।

আধা ঘণ্টা পরেই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন রিজভী।

‘সেপারেটিস্টদের’ আশ্রয়–প্রশ্রয় দিয়ে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দেব: হাসনাত

আল-বদর ও আল-শামস নয়, বুদ্ধিজীবীদের হত্যা করেছে পার্শ্ববর্তী দেশ— জামায়াতের বুলি বিএনপি নেতার মুখে

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

২৪ শুধু ইতিহাসের অংশ নয়, এটি আমাদের কলিজার অংশ: জামায়াত আমির

অথর্ব কমিশনের অধীনে কোনো নির্বাচন সম্ভব না: নাহিদ ইসলাম

নির্বাচনের তারিখ ঘোষণা হলেও সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

প্রার্থীদের বন্দুকের লাইসেন্স দিলে ‘আফ্রিকান সিনড্রোম’ দেখা দেবে: সাইফুল হক

ক্ষমতায় গেলে আমরা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেব: মির্জা ফখরুল

জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ

পাক বাহিনীর হয়ে বুদ্ধিজীবীদের বাড়ি থেকে কারা তুলে নিয়ে গিয়েছিল, ভালো করেই জানি: মির্জা ফখরুল