হোম > রাজনীতি

মামলা করতে নিহত কিশোরের পরিবারকে চাপ দিচ্ছে ক্ষমতাসীনেরা: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে কিশোর নিহতের ঘটনায় ক্ষমতাসীন দলের লোকজনকে দায়ী করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ঘটনায় নিজেদের অপরাধ অন্যের ঘাড়ে চাপাতে বিএনপি নেতা–কর্মীদের নামে মামলা দিতে নিহতের পরিবারকে চাপ দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। 

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে এক বিবৃতিতে এ অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনের বাসভবনের সামনে ৫ অক্টোবরের চট্টগ্রাম রোডমার্চকে সফল করার লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে জাহিদ হাসান রুমন নামে এক নিরীহ দোকান কর্মচারী জাহিদ হাসান রুমনকে পাথর ছুড়ে নির্মমভাবে হত্যাসহ অনেক নেতা-কর্মীকে আহত করে। এ ছাড়া হত্যাকাণ্ডের দুই ঘণ্টা পর নুরুল আমিনের বাসভবনে ব্যাপক ভাঙচুর চালায় আওয়ামী সন্ত্রাসীরা।’

এই ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘বরাবরের মতো সরকারি মদদে দেশব্যাপী বেপরোয়াভাবে শুরু হয়েছে আওয়ামী সন্ত্রাসীদের রক্ত ঝরানোর নির্মম খেলা এবং নিজেদের অপরাধ আড়াল করতে বিএনপি নেতা–কর্মীদের ঘায়েল করতে তাদের নামে মিথ্যা মামলা দায়েরের ন্যক্কারজনক অপকৌশল। ক্ষমতা হারানোর ভয়ে এখন ফ্যাসিস্ট আওয়ামী অবৈধ সরকার উন্মাদ হয়ে পড়েছে। আর তাই মানুষের রক্তে হাত রঞ্জিত করতে বিন্দুমাত্র দ্বিধা করছে না তারা। চট্টগ্রামের মীরের সরাইতে একজন সাধারণ দোকান কর্মচারী জাহিদ হাসান রুমন কে হত্যার মধ্য দিয়ে সেটির বহিঃপ্রকাশ ঘটানো হলো। কিন্তু হত্যা নির্যাতন নিপীড়ন করে তাদের শেষ রক্ষা হবে না। জনগণের তীব্র আন্দোলনে অচিরেই অবৈধ আওয়ামী সরকারের পতন নিশ্চিত হবে।’

ফখরুল বলেন, ‘আমি এই ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। অবিলম্বে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানাচ্ছি। আওয়ামী সন্ত্রাসীদের হাতে নিহত জাহিদ হাসান রুমনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি।’

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ