হোম > রাজনীতি

বাইরের কোনো শক্তিশালী দেশ চাপ দিয়ে কিছু করাতে পারবে না: আইনমন্ত্রী

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম দেশ। এখানে বাইরের কোনো শক্তিশালী দেশ চাপ দিয়ে কোনো কিছু করাতে পারবে না। জননেত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। এটা জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়ার দেশ না। বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে শিখেছে।’

আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জয়নগর লিয়াকত আলী উচ্চবিদ্যালয় মাঠে গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মার্কিন প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের বিষয়ে মন্ত্রী বলেন, ‘মার্কিন প্রতিনিধিদল আমার সঙ্গে দেখা করেছে। তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় এবং এখানে নির্বাচনে যাতে সহিংসতা না হয় সেটাই তাদের কাম্য।’

 আনিসুল হক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দল আওয়ামী লীগ একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশে সেই আইনি ব্যবস্থা ও অবকাঠামো আছে। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। এ ছাড়া অন্যান্য ব্যাপারে যেসব বিষয়ে আলাপ হয়েছে, এর মধ্যে ডিএসএ (ডিজিটাল নিরাপত্তা আাইন) নিয়ে আলাপ হয়েছে—সেটাও সংশোধনের ব্যবস্থা হবে।’

র‍্যাবের স্যাংশন বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘তাঁরাও বলেছেন, র‍্যাব অনেক ভালো কাজ করেছে। তবে যেহেতু এটা একটা আইনি প্রক্রিয়া, তাঁরা এটা দেখবেন এবং র‍্যাবের বিষয়ে বিবেচনা করবেন।’

গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল কাদের ভূঁইয়ার সভাপতিত্বে বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, কসবা পৌর মেয়র এম জি হাক্কানী, ভারপ্রাপ্ত জেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল আজিজ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মো. আজহারুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া, সাবেক পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল প্রমুখ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান।

 

প্রথম আলো-ডেইলি স্টার-ছায়ানটে অগ্নিসংযোগের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিন্দা

হাদির মৃত্যু ঘিরে নৈরাজ্য নির্বাচন বানচালের ষড়যন্ত্র: বিএনপি

প্রথম আলো-ডেইলি স্টারে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির তীব্র নিন্দা

প্রথম আলো, ডেইলি স্টার পরিদর্শনে গণতান্ত্রিক সংস্কার জোটের নেতারা

কিছু নির্দিষ্ট স্থানে হামলা নির্বাচন বানচালের চেষ্টা কি না, সন্দেহ সালাহউদ্দিনের

আমরা ভারতীয় দূতাবাস ভাঙচুর করতে চাই না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ট্রাভেল পাস পেলেন তারেক রহমান

ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের নিন্দা

ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে: জুমা

উসকানিতে পা না দেওয়ার আহ্বান জামায়াত আমিরের