হোম > রাজনীতি

ফ্যাসিস্টদের দোসর বাদে অন্যদের অসম্মান না করার আহ্বান ইশরাকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত

বিএনপি নেতা ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো নগর ভবন অবরোধ করে আন্দোলন চলছে। বন্ধ রয়েছে নগর ভবনের সব ধরনের কার্যক্রম ও সেবা।

এ সময় আন্দোলনকারীরা ইশরাক হোসেনকে দ্রুত মেয়র হিসেবে শপথ পড়ানোর জন্য এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ চেয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় ‘আসিফের চামড়া, তুলে নেব আমরা’, ‘আসিফের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘দফা এক দাবি এক, আসিফের পদত্যাগ’-সহ বিভিন্ন স্লোগান দেন।

এ প্রসঙ্গে ইশরাক একটি ফেসবুক পোস্টে তাঁর সমর্থকদের উদ্দেশ্যে লিখলেন ফ্যাসিস্টদের বাদে অন্যদের অসম্মান করা থেকে বিরত থাকতে।

ইশরাক লেখেন, ‘আমি আন্দোলনরত ঢাকা দক্ষিণ সিটির জনগণ ও ভোটারদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, ফ্যাসিস্ট হাসিনা ও তাঁর দোসরদের বাদে অন্য কোনো রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে যত ক্ষোভ থাকুক না কেন, আমরা তাঁদের অসম্মান হয় এ রকম কিছু করা থেকে শতভাগ বিরত থাকি। আমরা সমালোচনা করি, রাজনৈতিক বক্তব্যর মধ্য দিয়ে তাঁদের সতর্ক করি, তাঁদের ভুল ধরিয়ে দিই কিন্তু অবশ্যই ভাষাগত শিষ্টাচার মেনে।’

এই বিএনপি নেতা আরও বলেন, ‘অনেক তো দেখে আসছি। আর পেছনের দিকে দেশটাকে নিতে চাই না। অবশ্যই আমরা রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা করব, দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দেব, নির্বাচনী স্পষ্ট রোডম্যাপ আদায়ের মাধ্যমে আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নিব। এমনকি বর্তমানে বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগে কঠোর গণতান্ত্রিক আন্দোলন ও করব। কিন্তু ভাষা ও ব্যবহার নিয়ে যাতে শত্রুও সমালোচনা করতে না পারে।’

আজ মঙ্গলবার সকাল ১০টা থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে দলে দলে নগর ভবনের সামনে জড়ো হন ইশরাকের সমর্থকেরা। একপর্যায়ে প্রধান ফটকের সামনে বানানো মঞ্চ থেকে দেওয়া স্লোগানের সঙ্গে সংহতি জানিয়ে সড়কে বসে পড়েন আন্দোলনকারীরা।

বাসার ভেতর পোস্টাল ব্যালট গণনার ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

কিছু প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে উসকানিমূলক কথাবার্তা বলছে: মির্জা আব্বাস

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণার প্রেস ব্রিফিং শেষ মুহূর্তে স্থগিত

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু