রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা ২টায় ধানমন্ডি বাংলাদেশ মেডিকেল কলেজের সামনে থেকে বিএনপির পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি সায়েন্সল্যাব এলাকায় পৌঁছালে সংঘর্ষের ঘটনাটি ঘটে।
বিএনপি নেতা-কর্মীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। বিএনপি নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন।
ধানমন্ডি বাংলাদেশ মেডিকেল থেকে শুরু হয়ে পদযাত্রাটি সাতমসজিদ রোড, রাইফেল স্কয়ার, ঢাকা সিটি কলেজ, সায়েন্সল্যাব, বাটা সিগন্যাল হয়ে কাঁটাবন মসজিদের সামনে গিয়ে শেষ হওয়ার কথা ছিল।