হোম > রাজনীতি

বিদেশে বসে রাষ্ট্রবিরোধী কাজে যুক্ত কয়েকজন চিহ্নিত: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচারকারী কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে বলে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছেন। সাম-সাময়িক বিষয় নিয়ে আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী এমনটি জানান। 

তিনি বলেন, যারা বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, ‘দেশবিরোধী নানা ষড়যন্ত্র করছে, দেশে হানাহানি লাগানোর জন্য অপপ্রচার চালায়, বিদেশিদের কাছে অপপ্রচার চালায়, সেগুলো রাষ্ট্রদ্রোহীতামূলক কার্যক্রম। সুতরাং কেউ যদি রাষ্ট্রদ্রোহীতামুলক কার্যক্রম করে বা যুক্ত থাকে রাষ্ট্র তার পাসপোর্ট বাতিল করতে পারে। সেই সিদ্ধান্ত আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় নেওয়া হয়েছে। কারা এগুলো করছে আমরা অনেকটা জানি। প্রয়োজনে আরও কারা কারা এর সঙ্গে যুক্ত তাদেরও তালিকা করা হবে।’ 

বিদেশে বসে কারা রাষ্ট্রবিরোধী কাজ করছেন, সেই প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, ‘সেটি এখানে বলার বিষয় নয়। কারা এগুলো করছে আমরা জানি, আপনারাও জানেন। অনেক লোক এ কাজগুলো করছে। কিন্তু চিহ্নিত কয়েকজন আছে যারা ক্রমাগতভাবে এ কাজগুলো করে যাচ্ছে।’ 

বিদেশে বসে যেসব বাংলাদেশি পাসপোর্টধারীরা দেশবিরোধী কাজ করছেন, তাদের পাসপোর্ট বাতিলের জন্য উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। 

গতকাল বুধবার সচিবালয়ে এই কমিটির সভার পর কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, ‘বিদেশ থেকে কেউ কোনো ব্যক্তির বিরুদ্ধে বলতে পারে, কিন্তু অনেক লোক রাষ্ট্রের বিরুদ্ধে মিথ্যাচার করছে। এটা রাষ্ট্রদ্রোহ, এতে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। রাষ্ট্রবিরোধী কাজ বিদেশে বসে যারা করছে, তাদের পাসপোর্ট যাতে বাতিল করা হয় আমরা সে নির্দেশনা দিয়েছি।’ 

সুদানে ৬ সেনা নিহতের ঘটনায় তারেক রহমানের শোক

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

এআই দিয়ে তৈরি ছবি বুঝতে না পারায় দুঃখ প্রকাশ করলেন রিজভী

যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

নির্বাচন অত সহজ হবে না–আমার কথাই সত্যি হচ্ছে: তারেক রহমান

হাদির ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জামায়াত

বক্তব্যে ভুয়া ছবির উল্লেখ করায় রিজভীকে ক্ষমা চাইতে বললেন ডাকসু ভিপি সাদিক

গণতন্ত্রের ‘টর্চ বেয়ারার’ তারেক রহমানের অপেক্ষায় বাংলাদেশ: আমীর খসরু

হাদি আমার সন্তান সমতুল্য, গুলিবিদ্ধের সংবাদে মানসিকভাবে আহত হয়েছি: মির্জা আব্বাস

ওসমান হাদি আওয়ামী লীগের অন্যতম টার্গেট ছিলেন: রাশেদ খান