হোম > রাজনীতি

জিনিসপত্রের দাম বাড়ার ইস্যু বিএনপি হাতছাড়া করেছে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

জিনিসপত্রের দাম বাড়ার ইস্যু বিএনপি হাতছাড়া করেছে বলে মন্তব্য করেছেন সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ শুক্রবার সিলেটে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

মন্ত্রী আরও বলেন, ‘বয়কট করে সরকার পরিবর্তন করা যায় না। ব্রিটিশ যুগে এসব করেছেন, এখন বয়কট করে সরকার পরিবর্তন করা যায় না।’ 

আজ বিকেল ৫টার দিকে যুক্তরাষ্ট্রের তিন সদস্যের নির্বাচন পর্যবেক্ষক দলটি সিলেট নগরীর ধোপাদীঘিরপাড়ের হাফিজ কমপ্লেক্সে আসে। দলে ছিলেন আইআরআইয়ের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সিনিয়র উপদেষ্টা জেওফ্রি ম্যাকডোনাল্ড, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাব ঘোষ ও প্রোগ্রাম ম্যানেজার ডেভিড হোগস্ট্রা। 

নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকের পরে ড. মোমেন সাংবাদিকদের বলেন, ‘ওরা মিস করেছে বাস। যখন জিনিসপত্রের দাম বাড়ল, তখন যথেষ্ট পপুলেটিভ একটা ইস্যু ছিল। তখন তারা এসব ইস্যু মিস করেছে। কারণ, তাদের মধ্যে নেতৃত্বের অপরিপক্বতা আছে। এটা আমি প্রায়ই বলে থাকি।’ 

প্রধানমন্ত্রীর জীবননাশ করা বিএনপির উদ্দেশ্য দাবি করে মন্ত্রী বলেন, ‘কারণ, তাদের তো দুটি ইস্যু। প্রধানমন্ত্রীর জীবননাশ করা আর তাদের নেত্রীর জেল দেওয়া। তাদের (বিএনপি) নেত্রীকে আওয়ামী লীগ জেলে দেয় নাই। তাদের নেত্রীর গড়া কেয়ারটেকার গভর্নমেন্ট উনাকে জেল দিয়েছে। আর এরই পরিপ্রেক্ষিতে উনি সাফার করছেন। আর ওইটা নিয়ে পাবলিকের এত মাথাব্যথা নাই।’ 

নির্বাচনে বিএনপি এল না কেন, এ প্রসঙ্গে ড. মোমেন বলেন, ‘আরেকটি প্রশ্ন ছিল তাদের (নির্বাচন পর্যবেক্ষক দল), এইবারের নির্বাচনে বিএনপি এল না কেন। আমি বলেছি, তাদের (বিএনপি) জিজ্ঞাসা করেন। আমি মনে করি, তাদের নিজেদের মধ্যে আলোচনার অভাব রয়েছে। তাদের লোকেরা যদি আলোচনা করত, কোনো ডিসিশন নিত; তাহলে এ রকম বোকামি ডিসিশন করত না।’ 

এ সময় নির্বাচন ঘিরে ঘোষিত যুক্তরাষ্ট্রের ভিসানীতি বিএনপির ওপর প্রয়োগ করা উচিত বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণার প্রেস ব্রিফিং শেষ মুহূর্তে স্থগিত

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা