এক দিন পিছিয়ে আগামীকাল শুক্রবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। আগে থেকেই দলটির তৃণমূল নেতা-কর্মীরা ঢাকায় অবস্থান করার কারণে আজ বৃহস্পতিবার দুপুরে তাঁরা কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। অন্যদিকে জলকামান, রায়ট কার ও প্রিজন ভ্যানসহ রণসজ্জায় প্রস্তুত পুলিশ। তবে গ্রেপ্তার এড়াতে কৌশলী ভূমিকায় অবতীর্ণ হয়েছে বিএনপির নেতা-কর্মীরা। আজ দুপুরে এমন চিত্র দেখা গেছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকা ঘুরে।
বেলা ৩টা ৫ মিনিটে কার্যালয়ের সামনে দেখা যায়, জড়ো হওয়া নেতা-কর্মীদের সরিয়ে দিচ্ছে পুলিশ। পুলিশের সঙ্গে জড়ো হওয়া নেতা-কর্মীদের উদ্দেশে মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অন্য অঙ্গসংগঠনের নেতারাও তৃণমূল থেকে আসা নেতা-কর্মীদের সরে যেতে অনুরোধ করছেন। অনুরোধ মেনে তাঁরাও অবস্থান নিচ্ছেন নয়াপল্টন এলাকার গাজী ভবনের গলি, ভাসানী হলসংলগ্ন গলি, পল্টন জামে মসজিদ ও সিটি হাট মার্কেটসংলগ্ন গলিতে। এসব গলিতে অন্ততপক্ষে দেড় হাজার বিএনপি নেতা-কর্মী অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে।
সরিয়ে দেওয়া নেতা-কর্মীদের একজন চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার সীমান্ত ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিক দলের সহসভাপতি মো. আইয়ুব আলী বিশ্বাস। তিনি বলেন, ‘আমরা যেকোনো মূল্যেই হোক গ্রেপ্তার এড়িয়ে এখানে সমাবেশে উপস্থিত থাকব। দলীয় নির্দেশনা আছে, সবাই যেন আমরা এক জায়গায় না থাকি ৷ কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে আমাদের হাঁটাচলার ওপরে থাকতে বলা হয়েছে ৷ এক জায়গায় থাকলে যেকোনো সময় আমরা গ্রেপ্তার হতে পারি। তাই গ্রেপ্তার এড়াতে পুলিশের কথা মতো আমরা কার্যালয়ের সামনের স্থান থেকে চলে যাচ্ছি৷’
এদিকে সমাবেশকে কেন্দ্র করে পল্টন এলাকা নিবিড় পর্যবেক্ষণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৷ সকাল থেকেই ফকিরাপুল থেকে নাইটিংগেল মোড় পর্যন্ত নয়াপল্টন ভিআইপি সড়কে কয়েক শ ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এদিকে পল্টন জামে মসজিদের সামনে একটি রায়ট কার ও জলকামান এবং হোটেল ক্রিস্টাল প্যালেসের সামনে একটি করে রায়ট কার ও জলকামানসহ প্রিজন ভ্যান প্রস্তুত রাখতে দেখে গেছে।
নয়াপল্টন এলাকা, ফকিরাপুল, নাইটিংগেল মোড়, দৈনিক বাংলা, পুরানা পল্টন ও বিজয়নগর এলাকায় ব্যাপক প্রস্তুতিসহ পুলিশি উপস্থিতি যেমন দেখা গেছে, তেমন বিএনপি নেতা-কর্মীরাও আছেন। খণ্ড খণ্ড দলে বিভক্ত হয়ে এসব নেতা-কর্মীরা সরকার পতনের নানা স্লোগান দিচ্ছেন; আবার স্থান পরিবর্তন করে অন্য জায়গায় চলে যাচ্ছেন।
বিকেল ৪টার পরে পুলিশকে বিএনপি কার্যালয়সংলগ্ন বিভিন্ন মোড় ও গলিতে ঢুকে ঢুকে দলটির নেতা-কর্মীদের সরিয়ে দিতে দেখা গেছে। কার্যালয়ের সামনে পুলিশ গণমাধ্যমকর্মীদের পরিচয় নিশ্চিত করে অবস্থান করতে দিচ্ছে। এ ছাড়া সাধারণ কোনো মানুষকেও এই জায়গায় দাঁড়াতে দেওয়া হচ্ছে না। পল্টন ভিআইপি সড়কের আশপাশের সব ধরনের দোকান বন্ধ দেখা গেছে।