হোম > রাজনীতি

পদপ্রত্যাশীদের জ্বালাতনে মরে যাচ্ছি: মঞ্চে নেতাদের ভিড়ে বিরক্ত কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো শান্তি সমাবেশ। এতে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের। অধিকসংখ্যক নেতা-কর্মীর মঞ্চে ওঠায় বিরক্ত হন তিনি। বক্তব্যের একপর্যায়ে সেই বিরক্তি প্রকাশও করেন। যেখানে চলতি বছরের ৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর এক কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় নেতাদের ভারে মঞ্চ ভেঙে পড়ে গিয়েছিলেন ওবায়দুল কাদের। 

আজ শুক্রবারের সমাবেশে নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘মাথা গরম করবেন না। সবাই মঞ্চে উঠবেন না। এখন এই চেহারাগুলো দেখাচ্ছেন। শৃঙ্খলা বজায় রাখবেন। আমরা ক্ষমতাসীন দল। আমাদের নেত্রী ডিসিপ্লিন মানেন। সবাই স্টেজে উঠে যাবেন, এটা কোনো কথা! এটা একটা নিয়ম আছে। আওয়ামী লীগের মঞ্চে একা শেখ হাসিনা থাকবেন। এ রকম ডিসিপ্লিন এই পার্টিতে আছে। সবাই একটা সুযোগ পেয়েছেন। নেতা হয়ে যাবেন এক দিনে? এটা তো হবে না। মঞ্চে নেতা সেজে পরে গিয়ে আমাকে জ্বালাতন করবেন। যুবলীগে ঢোকান, ছাত্রলীগে ঢোকান, যুব মহিলা লীগে ঢোকান। মহিলা আওয়ামী লীগে ঢোকান। আবার স্বেচ্ছাসেবক লীগে ঢোকান। এই জ্বালাতনে আমি মরে যাচ্ছি।’

আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী কিছু ব্যক্তি চেহারা দেখাতে এসেছেন বলে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আবার কিছু অপেক্ষা করছেন আগামী নির্বাচনে নমিনেশন চাইবেন। এখানকার নমিনেশনের চেহারাগুলোও আমি চিনি। এখানে নমিনেশন নেই। এলাকায় যান। মানুষের সঙ্গে মেশেন। মানুষ ভালো বললে, রিপোর্ট ভালো এলে নেত্রী বিবেচনা করবেন। ঢাকায় নেই নমিনেশন। শেখ হাসিনার নমিনেশন ঢাকায় নেই। এই নমিনেশন যার যার এলাকায়। বুঝতে পেরেছেন? ঠিক সেভাবে চলবেন।’

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফরের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি কোনো দেশ ভ্রমণ করতে যাননি। গিয়েছেন বাংলাদেশের জনগণকে বাঁচাতে, বাংলাদেশের গণতন্ত্র বাঁচাতে।’

ইডেন–বদরুন্নেসা–হোম ইকোনমিকস নিয়ে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়তে চায় জামায়াত

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

কড়াইলবাসীর জন্য উঁচু-উঁচু বড়-বড় বিল্ডিং করে দিতে চাই: তারেক রহমান

নির্বাচন ঠিক করবে, দেশ গণতন্ত্রকামী নাকি উগ্র রাষ্ট্রবিরোধীদের হাতে থাকবে: মির্জা ফখরুল

আমাদের দল থেকে নারী প্রার্থী না থাকলেও জোটে আছে: তাহের

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত

জামায়াতের পলিসি সামিটে ভারতসহ ৩০ দেশের প্রতিনিধি

দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয়, বরং স্থিতিশীলতা নিশ্চিত করা: জামায়াত আমির

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ইসিকে চাপ দেওয়া তারেক রহমানের ‘সেই পরিকল্পনা’র অংশ কি না—জানতে চান নাহিদ