হোম > রাজনীতি

খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখন আগের চেয়ে অনেকটা ভালো আছেন। তাঁর অবস্থা আগের চেয়ে অনেকটা স্থিতিশীল।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন আজ মঙ্গলবার (৪ মার্চ) যুক্তরাজ্য থেকে গণমাধ্যমকে এসব কথা জানান।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার অবস্থা আগের চেয়ে এখন অনেকটা স্থিতিশীল। তিনি আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করছেন। মানসিক প্রশান্তি তাঁর শারীরিক সুস্থতাকে বাড়িয়ে দিয়েছে।

বর্তমানে যুক্তরাজ্যের কিংস্টোনে বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় আছেন খালেদা জিয়া। সেখানে লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ৮ জানুয়ারি তাঁকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নেওয়া হয়। সেদিনই তাঁকে ভর্তি করা হয় লন্ডন ক্লিনিকে। হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন চিকিৎসকেরা। ২৫ জানুয়ারি ছাড়পত্র পেয়ে হাসপাতাল থেকে ছেলে তারেক রহমানের লন্ডনের বাসায় ওঠেন তিনি।

খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে জাহিদ হোসেন বলেন, লন্ডন ক্লিনিকের চিকিৎসকেরা যেদিন অনুমতি দেবেন, দেশে ফিরে যাওয়ার উপযুক্ত মনে করবেন, সেদিন তিনি (খালেদা জিয়া) ফিরবেন। লন্ডন ক্লিনিকের চিকিৎসকেরা নিয়মিত বাসায় গিয়ে বিএনপি চেয়ারপারসনের পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করছেন।

রাত ১২টার সময়ই কানায় কানায় পূর্ণ সংবর্ধনাস্থল

তারেক রহমানকে লন্ডন থেকে ঢাকায় আনবেন ক্যাপ্টেন ইমামুল

বড়দিনে খ্রিষ্টান সম্প্রদায়কে তারেক রহমানের শুভেচ্ছা

হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিতে হলো সিয়ামকে: জামায়াত আমির

তারেক রহমানকে বিদায় জানাতে হিথরো বিমানবন্দরে ভিড়

বিএনপি সরকার গঠন করলে গণঅধিকারকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করবে: নুর

তারেক রহমানের জন্য উড়োজাহাজে এ-১ আসন নির্ধারণ

উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও যথাসময়ে নির্বাচন চায় এনসিপি-জামায়াত

লন্ডন থেকে রাত সোয়া ১২টায় দেশের পথে রওনা দেবেন তারেক রহমান, বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা

৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াত