হোম > রাজনীতি

খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখন আগের চেয়ে অনেকটা ভালো আছেন। তাঁর অবস্থা আগের চেয়ে অনেকটা স্থিতিশীল।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন আজ মঙ্গলবার (৪ মার্চ) যুক্তরাজ্য থেকে গণমাধ্যমকে এসব কথা জানান।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার অবস্থা আগের চেয়ে এখন অনেকটা স্থিতিশীল। তিনি আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করছেন। মানসিক প্রশান্তি তাঁর শারীরিক সুস্থতাকে বাড়িয়ে দিয়েছে।

বর্তমানে যুক্তরাজ্যের কিংস্টোনে বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় আছেন খালেদা জিয়া। সেখানে লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ৮ জানুয়ারি তাঁকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নেওয়া হয়। সেদিনই তাঁকে ভর্তি করা হয় লন্ডন ক্লিনিকে। হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন চিকিৎসকেরা। ২৫ জানুয়ারি ছাড়পত্র পেয়ে হাসপাতাল থেকে ছেলে তারেক রহমানের লন্ডনের বাসায় ওঠেন তিনি।

খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে জাহিদ হোসেন বলেন, লন্ডন ক্লিনিকের চিকিৎসকেরা যেদিন অনুমতি দেবেন, দেশে ফিরে যাওয়ার উপযুক্ত মনে করবেন, সেদিন তিনি (খালেদা জিয়া) ফিরবেন। লন্ডন ক্লিনিকের চিকিৎসকেরা নিয়মিত বাসায় গিয়ে বিএনপি চেয়ারপারসনের পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করছেন।

পাক বাহিনীর হয়ে বুদ্ধিজীবীদের বাড়ি থেকে কারা তুলে নিয়ে গিয়েছিল, ভালো করেই জানি: মির্জা ফখরুল

শহীদ বুদ্ধিজীবীদের পাকিস্তানিরা নয়, ভারতীয়রাই হত্যা করেছিল: গোলাম পরওয়ার

বিজয় দিবসে বিএনপির দুই দিনের কর্মসূচি

স্বাধীনতাবিরোধী শক্তি ভোল পাল্টে নতুন দেশ গড়ার ভাব দেখাচ্ছে: মির্জা ফখরুল

নির্বাচন বানচাল ও গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করতেই ‘টার্গেটেড কিলিং’: নাহিদ ইসলাম

নির্বাচন বানচাল ও গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করতেই টার্গেট কিলিং: নাহিদ ইসলাম

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বিএনপি নেতা মোশাররফ

সুদানে ৬ সেনা নিহতের ঘটনায় তারেক রহমানের শোক

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

এআই দিয়ে তৈরি ছবি বুঝতে না পারায় দুঃখ প্রকাশ করলেন রিজভী