হোম > রাজনীতি

নোয়াখালীতে সড়ক অবরোধ করেছে হরতাল সমর্থকরা

প্রতিনিধি, নোয়াখালী

হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল নোয়াখালীতে বিচ্ছিন্ন ভাবে পালন করছে সংগঠনটির নেতা-কর্মীরা। হরতালের সমর্থনে রোববার ভোর থেকে জেলা শহরসহ বিভিন্ন এলাকায় পিকেটিং করে তারা। বেলা বাড়ার সাথে সাথে ছোট খাট কিছু যানবাহন চলাচল করলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত জেলা থেকে দূরপাল্লার যানবাহন বন্ধ রয়েছে। সকল ধরনের নাশকতা এড়াতে সর্তক অবস্থানে রয়েছে পুলিশ।

রোববার সকালে জেলা শহর মাইজদীতে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। ভোর থেকে জেলার চৌমুহনী বাজার, চৌমুহনী চৌরাস্তা, জমিদারহাট বাজারসহ ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে সড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ ও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে হরতালের সমর্থকরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেগুলো সরিয়ে দেয়। এছাড়াও একাধিকস্থানে সড়কে টায়ারে আগুন দেয় হেফাজতের কর্মীরা। হরতালের সমর্থনে জেলার বিভিন্ন উপজেলা বিচ্ছিন্ন ভাবে পিকেটিং করেছে হরতাল সমর্থকরা। তবে এ খবর লেখা পর্যন্ত জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, হরতালকে কেন্দ্র করে সকল ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে ভোর থেকে সর্তক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জেলার গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে পুলিশের টহল জোরদার করা হয়েছে। জনগনের জানমালের নিরাপত্তার জন্য প্রতিটি উপজেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জাইমা রহমানের সেলফিতে যে বই নিয়ে আলোচনায় মেতেছে নেটিজেনরা

তারেক রহমানকে স্বাগত জানালেন জামায়াত আমির

বাসায় পৌঁছেছেন ডা. জুবাইদা ও জাইমা রহমান

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিমানবন্দর সড়কে নিশ্ছিদ্র নিরাপত্তা, গণপরিবহনশূন্য মহাসড়ক

এভারকেয়ারের সামনে কড়া নিরাপত্তা, ভিড় বাড়ছে নেতা-কর্মীদের

তারেক রহমানের ফেরা উপলক্ষে ন্যান্সির গান ‘নেতা আসছে’

তারেক রহমানের প্রত্যাবর্তন: সংবর্ধনা মঞ্চে শরিক দলের নেতারা

এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা, তারেক রহমানকে সমর্থন

তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে ঘোড়ার গাড়িতে করে ৩০০ ফুটের দিকে যাত্রা

ঐক্যবদ্ধভাবে কাজ করব, তারেক রহমানকে স্বাগত জানিয়ে সারজিস