হোম > রাজনীতি

জাপার কাউন্সিলের ডাক রওশন এরশাদের, দল বলছে তাঁর এখতিয়ার নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পার্টির কাউন্সিল ডেকেছেন বিরোধী দলীয় নেতা ও দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। আগামী ২৬ নভেম্বর এ কাউন্সিল অনুষ্ঠিত হবে। বিরোধী নেতার এই ঘোষণাকে অবৈধ ও অনৈতিক আখ্যায়িত করে জাতীয় পার্টির কাউন্সিল ডাকার কোনো এখতিয়ার তাঁর (রওশন এরশাদ) নেই বলে জানিয়েছে দলটি। 

আজ বুধবার দলটির চেয়ারম্যানের প্রেস সচিব দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। 

তবে এতে দলীয় চেয়ারম্যান জিএম কাদের কিংবা তাঁর দলের মহাসচিবের বরাত দেওয়া হয়নি। বেগম রওশন এরশাদের কাউন্সিল কমিটিতে যেসব কো-চেয়ারম্যানদের নাম বলা হয়েছে, তারা এ বিষয়টি জানেন না বলেও প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়। কিন্তু তাদের কোনো নিজস্ব বক্তব্য কিংবা স্বাক্ষর নেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ জাতীয় পার্টির যে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন, তা সম্পূর্ণ অবৈধ-অনৈতিক ও গঠনতন্ত্র পরিপন্থী। গঠনতন্ত্র অনুযায়ী, জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন ও কাউন্সিল ঘোষণার কোনো এখতিয়ার নেই পার্টির প্রধান পৃষ্ঠপোষকের। কাউন্সিলে গঠিত একটি বৈধ কমিটি ভেঙে দেওয়ার কোনো ক্ষমতা জাতীয় পার্টি চেয়ারম্যান ছাড়া আর কারও নেই। গঠনতন্ত্র অনুযায়ী শুধু জাতীয় পার্টি চেয়ারম্যান আহ্বায়ক কমিটি গঠন এবং জাতীয় কাউন্সিল আহ্বান করতে পারেন।

জানাজা-দাফনে সহযোগিতায় তারেকের ধন্যবাদ

খালেদা জিয়ার সমাধি প্রাঙ্গণ: মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও দোয়া

নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

বিএনপির সঙ্গে কাজ করার আকাঙ্ক্ষা জামায়াতের, তারেক রহমানকে জানালেন আমির

তারেক রহমানকে সমবেদনা জানাতে গেলেন জামায়াত আমির

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

জামায়াতের সঙ্গে সমঝোতা: এবার এনসিপি ছাড়লেন মুশফিক উস সালেহীন

নির্বাচনী হলফনামা: মডেল মেঘনা পেশায় রাজনৈতিক প্রশিক্ষক, নেই গয়না-গাড়ি

এনসিপির আরও এক কেন্দ্রীয় নেতার পদত্যাগ

খালেদা জিয়ার আসনে বিকল্পরাই দলীয় প্রার্থী: সালাহউদ্দিন আহমদ