হোম > রাজনীতি

রাষ্ট্রপতির সংলাপকে ‘অর্থহীন’ বললেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ না হলে নির্বাচন কমিশনের (ইসি) কিছু করার নেই। এই বিবেচনায় ইসি গঠনে রাষ্ট্রপতির চলমান সংলাপকে ‘অর্থহীন’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাঁর বিদেশে চিকিৎসার দাবিতে নারী ও শিশু অধিকার ফোরাম এই সমাবেশের আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য আবারও নানা রকম কলাকৌশল শুরু করেছে। সংলাপ রাষ্ট্রপতি ডেকেছেন। কিসের সংলাপ? এই সংলাপ ইতিমধ্যে অধিকাংশ রাজনৈতিক দল বর্জন করেছে। পরিষ্কার করে বলেছে, এই সংলাপে কোনো লাভ হবে না, অর্থহীন সংলাপ। কারণ নির্বাচন কমিশনের কিছুই করার নাই, যদি নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ না হয়।’

সমাবেশে সবার আগে খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার পাশাপাশি সরকারকে পদত্যাগ করার আহ্বান জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘আমাদের স্পষ্ট কথা, সবার আগে গণতন্ত্রের প্রতীক, স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন। এবং পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে দায়িত্ব দিন। তারপর একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে জনগণের ভোটের ক্ষমতাকে ফিরিয়ে দিন। এটাই হচ্ছে একমাত্র পথ। এর বাইরে কোনো পথ নেই।’

খালেদা জিয়ার মুক্তি গণদাবিতে পরিণত হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘দেশনেত্রীর বিদেশে চিকিৎসার দাবি এখন গণদাবি, এই দাবি হচ্ছে জনগণের দাবি। এই দাবি অবশ্যই সরকারকে মেনে নিতে হবে। সরকার যদি এই দাবি মেনে না নেয়, তাহলে সব সময় গণদাবি অস্বীকার করার জন্য অতীতের সরকারগুলোর যে অবস্থা হয়েছিল, তাদেরও একই পরিণাম বহন করতে হবে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘সরকার জানে দেশনেত্রীর (খালেদা জিয়া) যদি মুক্তি হয়, তবে জনগণের যে উত্তাল তরঙ্গ সৃষ্টি হবে, সেই তরঙ্গের সামনে তারা টিকে থাকবে না। সে কারণেই তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে চায় না।’

এ সময় খালেদা জিয়া এবং গণতন্ত্রের মুক্তি এই দুটোকে একসঙ্গে করে দলমত-নির্বিশেষে সবাইকে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান মির্জা ফখরুল। 

ইডেন–বদরুন্নেসা–হোম ইকোনমিকস নিয়ে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়তে চায় জামায়াত

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

কড়াইলবাসীর জন্য উঁচু-উঁচু বড়-বড় বিল্ডিং করে দিতে চাই: তারেক রহমান

নির্বাচন ঠিক করবে, দেশ গণতন্ত্রকামী নাকি উগ্র রাষ্ট্রবিরোধীদের হাতে থাকবে: মির্জা ফখরুল

আমাদের দল থেকে নারী প্রার্থী না থাকলেও জোটে আছে: তাহের

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত

জামায়াতের পলিসি সামিটে ভারতসহ ৩০ দেশের প্রতিনিধি

দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয়, বরং স্থিতিশীলতা নিশ্চিত করা: জামায়াত আমির

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ইসিকে চাপ দেওয়া তারেক রহমানের ‘সেই পরিকল্পনা’র অংশ কি না—জানতে চান নাহিদ