হোম > রাজনীতি

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: খন্দকার মোশাররফ

আজকের পত্রিকা ডেস্ক­

ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, ‘নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র হচ্ছে।’

আজ শনিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নিউইয়র্ক বিএনপির এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। কাদের স্বার্থে নির্বাচন পেছানোর চেষ্টা হচ্ছে—এমন প্রশ্ন রেখে খন্দকার মোশাররফ বলেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে যত দ্রুত সম্ভব সরকারের নির্বাচনের দিকে যাওয়া উচিত।

তিনি বলেন, ‘১৭ বছর ধরে যারা ক্ষমতায় ছিল, তারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তবে আমরা বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার অতি শিগগিরই নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করবে। এরপর জনগণ নির্বাচনমুখী হবে। জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে তখন আর কোনো ষড়যন্ত্র কাজে দেবে না। জনগণই সব ষড়যন্ত্রের মোকাবিলা করবে। অতএব, অনতিবিলম্বে নির্বাচন দিন।’

এক মাসে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিজয় এসেছে—এই দাবি করা ঠিক না উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, ‘জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পেছনে বিএনপির দীর্ঘ সময়ের ত্যাগ ছিল। যারা দাবি করে শুধু বৈষম্যবিরোধী আন্দোলনই এই বিজয় এনেছে, তাদের দাবি ঠিক না। আন্দোলনের ফসল হিসেবে যারা ক্ষমতায় বসেছে তাদের দাবি অনুযায়ী তারা নিরপেক্ষ সরকার। এ দেশের মানুষ তাদের দায়িত্ব দিয়েছে। দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তাদের প্রতিশ্রুতি আছে। তাই অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকার থাকতে পারে না।’

নিউইয়র্ক বিএনপি শাখার সভাপতি অলিউল্লা আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামসহ আরও অনেকে বক্তব্য দেন।

লন্ডন থেকে রাত সোয়া ১২টায় দেশের পথে রওনা দেবেন তারেক রহমান, বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা

৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াত

মহাসচিব বিএনপিতে, জোট ছাড়ার ঘোষণা দিলেন এলডিপির কর্নেল অলি

ঋণখেলাপির তালিকায় নাম: রিট খারিজ, নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না

বিএনপিতে ববি হাজ্জাজ ও রেদোয়ান, মান্না-সাকি-নুরের আসন জানালেন মির্জা ফখরুল

নির্বাচন পেছাতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: পাটওয়ারী

বিএনপিতে রেদোয়ান আহমেদ-ববি হাজ্জাজ, ছেড়ে দিচ্ছে আরও ৮ আসন

জনদুর্ভোগের জন্য আগাম দুঃখপ্রকাশ বিএনপির

বিশেষ ট্রেনে ভোটের প্রচার করা যাবে না

হাদির খুনিদের গ্রেপ্তারে প্রধান উপদেষ্টার স্পষ্ট বক্তব্য শোনা যায়নি: সাদিক কায়েম