হোম > রাজনীতি

‘অপারেশন ডেভিল হান্ট’ নিয়ে যা বললেন মির্জা ফখরুল

আজকের পত্রিকা ডেস্ক­

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: আজকের পত্রিকা

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২ ফেব্রুয়ারি ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ অংশ নিতে যুক্তরাষ্ট্রে যান তিনি ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ রোববার বিকেলে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কথা বলেন তিনি।

এ সময় সাংবাদিকেরা দেশব্যাপী শুরু হওয়া যৌথ বাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’ সম্পর্কে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এটা (অপারেশন ডেভিল হান্ট) কী ভাই! আমরা তো বাইরে ছিলাম। ডেভিল হান্ট সম্পর্কে জানি না। একমাত্র ডেভিল তো আমরা ফ্যাসিস্ট সরকারকেই জানি।’

পরে বিশেষ এই অভিযানের বিষয়ে সাংবাদিকেরা কিছুটা ধারণা দিলে অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘এত দিনে তাদের (সরকার) বোধোদয় হয়েছে, সে জন্য তাদের ধন্যবাদ জানাই।’

তিনি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাতে বাংলাদেশের ছাত্র-জনতা অভ্যুত্থানের মধ্য দিয়ে সফলতা অর্জন করেছে। কিন্তু আজকে হাসিনার পাতা ফাঁদে আমরা যেন পা না দিই। আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা তৈরি হচ্ছে। এর জন্য সম্পূর্ণভাবে হাসিনার ফ্যাসিস্ট রেজিমই দায়ী। আমাদের অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে।’

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অভ্যুত্থানের অর্জনকে সফল করতে হলে আমাদের ধীরে ধীরে এগোতে হবে। অন্ধকারকে আরেকটা অন্ধকার দিয়ে দূর করা যায় না। তাকে আলো দিয়ে দূর করতে হয়। সেই আলোকবর্তিকা জ্বালিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। সবার কাছে আহ্বান জানাতে চাই— সবাই ঐক্যবদ্ধ হয়ে, একযোগে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, স্থিতিশীলতা রক্ষা, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য ফ্যাসিস্টদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।’

যুক্তরাজ্যে থাকা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) ভালো আছেন। তাঁর চিকিৎসা চলছে।’

এর আগে ২ ফেব্রুয়ারি ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ অংশ নিতে যুক্তরাষ্ট্রে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোববার বিকেল ৫টার দিকে তাঁদের বহনকারী উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিশেষ ট্রেনে ভোটের প্রচার করা যাবে না

হাদির খুনিদের গ্রেপ্তারে প্রধান উপদেষ্টার স্পষ্ট বক্তব্য শোনা যায়নি: সাদিক কায়েম

আওয়ামী লীগের ভোটব্যাংক দখলে প্রতিযোগিতা করছে বিএনপি-জামায়াত: নাহিদ ইসলাম

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় নিরীহ গ্রেপ্তারদের মুক্তি না দিলে বাড়বে ক্ষোভ: হেফাজত

হাতে-পায়ে শিকল পরিয়ে নির্বাচনে নয়, মুক্ত হয়ে এলাকায় যেতে চাই: আনিসুল ইসলাম

ভিড়ের মধ্যে ঠেলাঠেলির ভিডিও ভাইরাল, ব্যাখ্যা দিলেন ইশরাক

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে: মির্জা ফখরুল

১১৯ আসনে প্রার্থী ঘোষণা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের, মনোনয়ন পেলেন যাঁরা

জমিয়তে উলামাকে যে ৪টি আসন ছেড়ে দিল বিএনপি

দাদু খালেদা জিয়াকে নিয়ে জাইমার আবেগঘন পোস্ট