হোম > রাজনীতি

পুলিশ শিক্ষার্থীবান্ধব, হারুনের কাজ লজ্জাজনক: ছাত্রলীগের ইনান

ঢাবি প্রতিনিধি

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে মারধরকে দুঃখজনক ও খুবই লজ্জাজনক বিষয় বলে মন্তব্য করে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, বাংলাদেশ পুলিশ শিক্ষার্থীবান্ধব, সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের পক্ষে কাজ করে। সে ক্ষেত্রে পুলিশের বিচ্ছিন্ন কর্মকর্তার কাজ পুলিশের জন্য লজ্জাজনক। 

আজ রোববার শেখ ওয়ালী আসিফ ইনান এসব কথা বলেন। গতকাল শনিবার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম এবং বিজ্ঞানবিষয়ক সম্পাদক শরীফ আহম্মেদ মুনীমকে শাহবাগ থানায় নিয়ে রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার হারুন অর রশিদ বেড়ধক পেটান। এ ঘটনায় কর্তৃপক্ষের আন্তরিকতার ঘাটতি দেখলে কর্মসূচি দেওয়া হবে বলেও জানান ছাত্রলীগের সাধারণ সম্পাদক।  

তবে আইনি প্রক্রিয়ায় সঠিকভাবে তাঁর বিচার হচ্ছে বা কাজ হচ্ছে তাহলে কিছু করা ঠিক নয়—বলেও মন্তব্য করেন ইনান।

শেখ ইনান বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি আমাদের কাছে ঘটনার বিবরণ শুনে তাৎক্ষণিক এডিসি হারুনকে স্ট্যান্ড রিলিজ দিয়েছেন। পুলিশ বিভাগীয় তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন। পুলিশ কমিশনার জানিয়েছেন, তাঁরা বিভাগীয় তদন্ত শুরু করেছেন। আইনানুগ বিষয় কতটুকু করা যায় তা আমরা খতিয়ে দেখছি।’ 

শেখ ইনান বলেন, ‘দুঃখজনক ও খুবই লজ্জাজনক বিষয়। বাংলাদেশ পুলিশ শিক্ষার্থীবান্ধব, সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের পক্ষে কাজ করে। সে ক্ষেত্রে পুলিশের বিচ্ছিন্ন কর্মকর্তার কাজ পুলিশের জন্য লজ্জাজনক। আমি গতকাল রাতে গিয়ে দেখি, নাঈমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শাহবাগ থানার ওসি নুর মোহাম্মদ, কর্মকর্তা শাহেনশাহ মাহমুদ ও সালমান আন্তরিকভাবে তাকে হাসপাতালে পাঠিয়েছেন। আমি মুনীমের থেকে ঘটনার বিবরণ শুনে তাৎক্ষনিকভাবে বিচারের দাবি জানিয়েছি। আমরা বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি যেন না হয় সে বিষয়টি খেয়াল রেখেছে, নেতা-কর্মীদের শান্ত থাকতে বলেছি।’ 

সবারই রক্তক্ষরণ হয়েছে, সেই রাগ-ক্ষোভ থেকে শিক্ষার্থীরা আন্দোলন ও প্রতিবাদ করছে বলে উল্লেখ করেন ইনান।

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

এআই দিয়ে তৈরি ছবি বুঝতে না পারায় দুঃখ প্রকাশ করলেন রিজভী

যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

নির্বাচন অত সহজ হবে না–আমার কথাই সত্যি হচ্ছে: তারেক রহমান

হাদির ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জামায়াত

বক্তব্যে ভুয়া ছবির উল্লেখ করায় রিজভীকে ক্ষমা চাইতে বললেন ডাকসু ভিপি সাদিক

গণতন্ত্রের ‘টর্চ বেয়ারার’ তারেক রহমানের অপেক্ষায় বাংলাদেশ: আমীর খসরু

হাদি আমার সন্তান সমতুল্য, গুলিবিদ্ধের সংবাদে মানসিকভাবে আহত হয়েছি: মির্জা আব্বাস

ওসমান হাদি আওয়ামী লীগের অন্যতম টার্গেট ছিলেন: রাশেদ খান

আওয়ামী লীগকে রাজনীতির মাঠে আনার প্রক্রিয়া দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম