সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে ঢাকায় মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ শনিবার (২৮ জুন) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় আয়োজনের প্রথম পর্ব।
সকাল থেকে বিভিন্ন জেলার নেতা–কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। এ সময় তাঁরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ স্লোগান দেন।
বেলা ২টায় শুরু হয় মহাসমাবেশের মূলপর্ব। সমাবেশে বক্তব্য দেন সারা দেশ থেকে আসা জেলা ও মহানগর পর্যায়ের নেতারা। এতে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।