হোম > রাজনীতি

আওয়ামী লীগের সমাবেশে শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শুরু হয়েছে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ। আজ শনিবার বেলা দেড়টা নাগাদ সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়। 

সমাবেশে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ‘বিএনপির জাওয়ানি চলে গেছে, সেটা আর ফিরবে না। ছাত্রলীগের সামনে টিক্কা খান খান-খান হয়ে গেছে। বিএনপিও দাঁড়াতে পারবে না।’ 

সমাবেশ উপলক্ষে সকাল থেকে নেতা-কর্মীরা বায়তুল মোকাররম এলাকায় আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হতে থাকেন নেতা-কর্মীরা। 

সমাবেশে আসা নেতা-কর্মীদের উৎসাহ দিতে দুপুর সাড়ে ১১টা নাগাদ শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। লোকসংগীতশিল্পী প্রীতি সরকার ‘জয় বাংলা বলিয়া’ গান গেয়ে শোনান। 

পরে ‘ঝিলমিল করে ময়ূর পংখী নাও’ পরিবেশন করেন শিল্পী প্রীতি সরকার। লোকসংগীত, বাউলশিল্পী ফকির শাহাবুদ্দিন ‘জাতে বাঙালি’ ও বঙ্গবন্ধুর ওপর গান তোলেন দারাজ কণ্ঠে। 

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, মির্জা আজম, সংস্কৃতি সম্পাদক অসীম কুমার উকিল, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ।

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

শেরেবাংলা-সোহরাওয়ার্দী-নজরুল-হাদির কবর জিয়ারতের মাধ্যমে এনসিপির প্রচারণা শুরু

আপনারা ভালা আছেননি—সিলেটবাসীকে সালাম দিয়ে তারেক রহমানের বক্তব্য শুরু

সিলেটে বিএনপির সমাবেশ: মঞ্চে তারেক রহমান

ডা. জুবাইদার মতো আমিও আপনাদের সন্তান: তারেক রহমান

সিলেটের সকালটা আজ অন্যরকম

৭ আসনে এনসিপির প্রতিপক্ষ জামায়াত, খেলাফত প্রার্থীরাও

ভোটারের প্রত্যাশা বেশি, প্রার্থীর প্রতিশ্রুতি কম নয়

শাহজালালের মাজারে তারেক রহমান, বিএনপির নির্বাচনী প্রচার শুরু

জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের মামলায় মেনন-মানিক গ্রেপ্তার