হোম > রাজনীতি

মির্জা ফখরুল-আব্বাসের জামিনের বিষয়ে আদালত দেখবে: ডিবির প্রধান 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর নয়াপল্টনে গত বুধবার পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় আজ শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আদালতে হাজির করা হয়েছে। মাইক্রোবাসে করে বিকেল ৪টা ১০ মিনিটের দিকে তাঁদের আদালতে হাজির করা হয়।

এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদ বলেন, ‘মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে কোর্টে নেওয়া হয়েছে। আমরা কোনো রিমান্ড চাইনি। জামিনের বিষয়টি আদালত দেখবে।’

আজ শুক্রবার বিকেল ৪টার পরে মির্জা ফখরুল-আব্বাসকে আদালতে পাঠানোর পর গণমাধ্যমে এসব কথা বলেন ডিবির প্রধান।

ডিবির প্রধান বলেন, ‘তারা তো (বিএনপি) একটা শান্তিপূর্ণ সমাবেশ করতে চায়। এ জন্য তারা গতকাল ও আজ আমাদের সঙ্গে আলোচনা করেছে। তারা সমাবেশের জন্য গোলাপবাগ মাঠ চেয়েছে। আমাদের কমিশনার স্যার সেটা দিয়েছেন। তাদের তো আর কোনো সমস্যা থাকার কথা নয়। অতএব আমরা মনে করি, তাঁরা একটি সুশৃঙ্খল সমাবেশ করবে এবং আমাদের পর্যাপ্তসংখ্যক পুলিশ চতুর্পাশের এলাকাগুলোতে কাজ করবে।’

গতকাল যখন তাদের (বিএনপির প্রতিনিধিদল) সঙ্গে আমাদের কমিশনার স্যারের কথা হয়েছে, তখন তারা দুইটা ভেন্যুর বিষয়ে অনুমতি চেয়েছিল। একটি হলো কমলাপুর স্টেডিয়াম, আরেকটা মিরপুর বাঙলা কলেজ মাঠ। কিন্তু তারা আজকে যেটা আবেদন করল, সেখানে মিরপুর বাঙলা কলেজ মাঠও চাইল না, কমলাপুর স্টেডিয়ামও চাইল না। তারা চাইল গোলাপবাগ মাঠ। এই আবেদন জমা দেওয়ার পরে আমরা সেটা দেখেছি। তারপর গোলাপবাগ মাঠই তাদের দেওয়া হয়েছে।’

নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে আগের শর্তেই বিএনপিকে সমাবেশ করতে হবে উল্লেখ করে হারুন বলেন, ‘আমাদের পর্যাপ্তসংখ্যক পুলিশ রয়েছে। সাদা পোশাকেও তারা কাজ করবে। আমরা সোহরাওয়ার্দী উদ্যানকে কেন্দ্র করে যেভাবে নিরাপত্তাবলয় করেছিলাম, সেটাই গোলাপবাগ মাঠে দেব। আমাদের টিম এরই মধ্যে কাজ করছে এবং আশপাশের এলাকাগুলোতেও (গোলাপবাগ) তদন্ত করবে। যেন এই সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের অরাজকতার সুযোগ না থাকে।’

হামলার শঙ্কা আছে কি না, এমন প্রশ্নের জবাবে ডিবির প্রধান বলেন, ‘আমাদের যে নিরাপত্তার পরিকল্পনা, সে অনুযায়ী কোনো হামলার পরিকল্পনা আছে বলে আমরা মনে করি না। তার পরও যদি হয়, তবে সেটা প্রতিহত করতে সমাবেশস্থল, আশপাশের এলাকাসহ সারা শহরে আমাদের পোশাকি পুলিশ ও সাদা পোশাকের পুলিশ কাজ করবে।’

খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে নয়, কাল কাতার থেকেই আসছে এয়ার অ্যাম্বুলেন্স

খালেদা জিয়ার সুস্থতায় সারা দেশে বিশেষ দোয়া

দুই কারণে পিছিয়ে গেল খালেদা জিয়ার লন্ডন যাত্রা

বিমানবন্দর থেকে সোজা এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান

ঢাকায় পৌঁছেছেন জুবাইদা রহমান

খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে গেছে

খালেদা জিয়ার জন্য কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসতে বিলম্ব

লন্ডন থেকে ঢাকার পথে জোবাইদা রহমান

বিএনপির নামে ২৮০০ সিসির ডিজেল ইঞ্জিন ‘হার্ড জিপ’ নিবন্ধন দিল বিআরটিএ

এয়ার অ্যাম্বুলেন্সে ‘কারিগরি সমস্যা’, খালেদা জিয়ার লন্ডন যাত্রায় কিছুটা বিলম্ব হতে পারে