হোম > রাজনীতি

‘বিএনপির অসহযোগের বিষয়ে জানি না’ ভিন্ন কর্মসূচি ঘোষণা করে বললেন অলি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি ঘোষিত অসহযোগ আন্দোলনের বিষয়ে জানেন না বলে জানিয়েছেন যুগপৎ আন্দোলনের শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। আজ বুধবার বিকেলে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমনটাই জানান। 

এর আগে ভোট বর্জন ও সরকারকে অসহযোগিতা করার জন্য দেশবাসীকে আহ্বান জানানোর ঘোষণা আসে বিএনপির পক্ষ থেকে। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ বিষয়ে জানতে চাইলে সংবাদ সম্মেলনে কর্নেল (অব.) অলি আহমদ বলেন, ‘এখনো বিএনপি অসহযোগ আন্দোলন দেয় নাই। এই তথ্য ঠিক না। এটা প্রস্তুতি নেওয়ার জন্য হয়তো বলা হয়েছে।’ 

পরে আবারও একই বিষয়ে জিজ্ঞাসা করা হলে অলি বলেন, ‘এ ব্যাপারে আমি অবগত নই। তারা (বিএনপি) দিতে পারে। তারা বড় রাজনৈতিক দল। আমার সঙ্গে যে যোগাযোগ হয়েছে, তাতে যে কর্মসূচি দেওয়া হয়েছে, সেই কর্মসূচি ঘোষণা করেছি।’

এ সময় নতুন কর্মসূচি ঘোষণা করেন অলি আহমদ। তিনি বলেন, ‘ভোট বর্জনের আহ্বান জানিয়ে আগামী ২১, ২২ ও ২৩ ডিসেম্বর গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হবে। এ ছাড়া আগামী ২৪ ডিসেম্বর সকাল-সন্ধ্যা অবরোধ পালিত হবে। এই কর্মসূচির পরে আবার আমরা সবার সঙ্গে পরামর্শ করে, জনগণের মতামত নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করব।’

দুই মিত্র জোটের সঙ্গে বিএনপির বৈঠক

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জি এম কাদেরের জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু