হোম > রাজনীতি

‘বিএনপির অসহযোগের বিষয়ে জানি না’ ভিন্ন কর্মসূচি ঘোষণা করে বললেন অলি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি ঘোষিত অসহযোগ আন্দোলনের বিষয়ে জানেন না বলে জানিয়েছেন যুগপৎ আন্দোলনের শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। আজ বুধবার বিকেলে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমনটাই জানান। 

এর আগে ভোট বর্জন ও সরকারকে অসহযোগিতা করার জন্য দেশবাসীকে আহ্বান জানানোর ঘোষণা আসে বিএনপির পক্ষ থেকে। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ বিষয়ে জানতে চাইলে সংবাদ সম্মেলনে কর্নেল (অব.) অলি আহমদ বলেন, ‘এখনো বিএনপি অসহযোগ আন্দোলন দেয় নাই। এই তথ্য ঠিক না। এটা প্রস্তুতি নেওয়ার জন্য হয়তো বলা হয়েছে।’ 

পরে আবারও একই বিষয়ে জিজ্ঞাসা করা হলে অলি বলেন, ‘এ ব্যাপারে আমি অবগত নই। তারা (বিএনপি) দিতে পারে। তারা বড় রাজনৈতিক দল। আমার সঙ্গে যে যোগাযোগ হয়েছে, তাতে যে কর্মসূচি দেওয়া হয়েছে, সেই কর্মসূচি ঘোষণা করেছি।’

এ সময় নতুন কর্মসূচি ঘোষণা করেন অলি আহমদ। তিনি বলেন, ‘ভোট বর্জনের আহ্বান জানিয়ে আগামী ২১, ২২ ও ২৩ ডিসেম্বর গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হবে। এ ছাড়া আগামী ২৪ ডিসেম্বর সকাল-সন্ধ্যা অবরোধ পালিত হবে। এই কর্মসূচির পরে আবার আমরা সবার সঙ্গে পরামর্শ করে, জনগণের মতামত নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করব।’

মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

হাসপাতালে খালেদার শেষ দিনগুলো

দেড় দশকের ছায়াসঙ্গী ফাতেমা

ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন

মনোনয়নপত্র দাখিলে শীর্ষে বিএনপি, এরপর জামায়াত

হাদির মায়ের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত আমির

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা

খালেদা জিয়ার মৃত্যুর দায় শেখ হাসিনা এড়াতে পারে না: রাশেদ খান

রুমিন ফারহানাসহ আরও যাঁদের বহিষ্কার করল বিএনপি

বিএনপির সব পদ থেকে রুমিন ফারহানাকে বহিষ্কার