হোম > রাজনীতি

সময়মতো নির্বাচন না হলে আমরা মাঠে নামব: জয়নুল আবদিন ফারুক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ছবি: সংগৃহীত

দ্রুত সময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে অনতিবিলম্বে রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। নির্বাচন অনুষ্ঠানে বিলম্ব হলে বিএনপি মাঠে নামবে বলেও অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এমন হুঁশিয়ারি দেন।

জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে নবীন দল এই আলোচনার আয়োজন করে। সভায় ফারুক বলেন, ‘আমাদের নেতা (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান) তারেক রহমান আমাদের ধৈর্য ধরতে বলেছেন। তাই আমরা ধৈর্য ধরে আছি। কিন্তু নির্বাচন বিলম্বিত হলে সেই ধৈর্যের বাঁধ আমরা ভেঙে ফেলব। মহাসচিবসহ (বিএনপির) স্থায়ী কমিটির সদস্যরা তখন যদি আমাদের থামতে বলে, আমরা থামব না। নির্বাচনের জন্য আমরা মাঠে নামবই, যদি সময়মতো নির্বাচন দেওয়া না হয়।’

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে। এ সরকার ৯ মাসে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে নাই। যে অধিকার, দাবির জন্য আমরা রাজপথে লড়াই করেছি শেখ হাসিনার বিরুদ্ধে, সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে জুলাই গণ-অভ্যুত্থান ঘটিয়েছি, সফলতা অর্জন করেছি, সেই সফলতাকে ম্লান করে দিয়েছে সরকার।’

সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনাদের কাছে পাওয়ার কিছুই নাই। সংসদ সদস্য, ঠিকাদারি, লুটের টাকার ভাগ চাই না। আমরা একটা জিনিসই চেয়েছি। সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচনের জন্য আপনাকে (ড. মুহাম্মদ ইউনূস) সরকারে বসিয়েছে। কোন দিন নির্বাচন দেবেন, তা বলে দিতে অসুবিধা কোথায়? আমার মনে হয় সরকার নির্বাচন দিতে বিলম্ব করছে কারও কারও শক্তি-সমর্থন জোগাড় করার জন্য। এসব টালবাহানা এ দেশে চলবে না।’

আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ূন আহমেদ তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা প্রমুখ উপস্থিত ছিলেন।

নির্বাচনী সমঝোতা: এখনো হিসাব মেলাচ্ছে জামায়াত ও এনসিপি

তারেকের প্রত্যাবর্তনে উজ্জীবিত বিএনপি

স্মৃতিসৌধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন বইয়ে স্বাক্ষর করলেন তারেক রহমান

‘কৌশলগত কারণে’ গণঅধিকার থেকে পদত্যাগ করছেন রাশেদ খান, যাচ্ছেন বিএনপিতে

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান

১৯ বছর পর বাবার কবরের পাশে একান্তে অশ্রুসজল তারেক রহমান

সূর্যাস্তের আগে স্মৃতিসৌধে পৌঁছাতে পারলেন না তারেক রহমান, তাঁর পক্ষে শ্রদ্ধা নিবেদন কেন্দ্রীয় নেতাদের

বেকার ভাতা নয়, যুবকদের হাতে কাজ তুলে দিতে চাই: জামায়াত আমির

২৪৩ আসনে প্রার্থী দিল জি এম কাদেরের জাপা