নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা। এমন অবস্থায় প্রস্তাবিত বাজেট জনগণকে মুক্তির দিশা দেখাতে পারেনি জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘নতুন বাজেটে নতুন করে সাধারণ মানুষের পকেট কাটার ধান্দা করছে সরকার।’
আজ শনিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডের বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে নাগরিক ঐক্যের ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
মান্না বলেন, ‘নিজেদের পকেট ভরার জন্য আরেকটা বাজেট করেছে সরকার। আয় না থাকলেও জনগণকে ২ হাজার টাকা দিতে হবে। এমনিতেই গ্যাস, বিদ্যুৎ, নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা, তার ওপর নতুন বাজেটে নতুন করে সাধারণ মানুষের পকেট কাটার ধান্দা করছে সরকার।’
সরকার সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে জানিয়ে মান্না বলেন, ‘সকল গণতান্ত্রিক রাষ্ট্র এই সরকারের ওপর থেকে সমর্থন তুলে নিয়েছে ৷ এদের পায়ের তলায় মাটি নেই। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে যে সাম্রাজ্য গড়েছিল তারা, সেই সাম্রাজ্য এখন হাতছাড়া হয়ে যাচ্ছে।’
জুন মাসের মধ্যে অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে মান্না বলেন, ‘এই মাস পর্যন্ত সময় দিচ্ছি। যদি এখনো গায়ের জোরে ক্ষমতা ধরে রাখতে চান, তাহলে আমরা সিদ্ধান্ত নিব কীভাবে আপনাদের বিদায় করে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে।’
গত ১৫ বছর ধরে সরকার অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালিয়ে যাচ্ছে জানিয়ে মান্না আরও বলেন, ‘গুম, ক্রসফায়ার, মামলা, গ্রেপ্তার করে বিরোধী রাজনৈতিক শক্তিকে দমন করেছে। লুটপাট, দুর্নীতির মাধ্যমে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে তারা (আওয়ামী লীগ) দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে।’
নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, প্রেসিডিয়াম সদস্য মোমিনুল ইসলাম, জিন্নুর চৌধুরী দিপু, যুগ্ন সাধারণ সম্পাদক ডা. জাহেদ উর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান খসরু প্রমুখ।