হোম > রাজনীতি

রানি এলিজাবেথের প্রতি বাংলাদেশ আ.লীগের শ্রদ্ধাঞ্জলি

বাংলাদেশ আওয়ামী লীগের তিন সদস্যের একটি প্রতিনিধিদল রানি এলিজাবেথের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক জানিয়েছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল ফারুক খান এমপি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ এবং তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসনের বাসভবনে প্রয়াত রানির প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ ও সেখানে রক্ষিত শোকবইয়ে স্বাক্ষর করে রানি এলিজাবেথের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক জানিয়েছেন।

এ সময় হাইকমিশনার রবার্ট ডিকসন আওয়ামী লীগের প্রতিনিধিদলকে হাইকমিশনে স্বাগত জানান এবং রানি এলিজাবেথের মৃত্যুতে হাইকমিশনে এসে শোক জানানোর জন্য তাদের ধন্যবাদ জানান। হাইকমিশনার বিশেষভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আওয়ামী লীগের প্রতিনিধিদল রানি এলিজাবেথকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু স্মৃতিচারণার কথা হাইকমিশনারকে অবহিত করেন।

প্রতিনিধিদলের নেতা কর্নেল ফারুক খান গণমাধ্যমকে জানান, রানি এলিজাবেথ শুধু কমনওয়েলথের নেতা ছিলেন না, তিনি সারা বিশ্বের একজন অভিভাবক ছিলেন। তিনি বাংলাদেশকে ভালোবাসতেন বলেই এখানে তিনি দুবার এসেছিলেন। বাংলাদেশের মানুষও তাঁকে ভালোবাসেন। বাংলাদেশ এবং যুক্তরাজ্যের বন্ধুত্ব চির অটুট থাকবে। বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে যুক্তরাজ্যের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।

নির্বাচন বানচাল ও গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করতেই টার্গেট কিলিং: নাহিদ ইসলাম

নির্বাচন বানচাল ও গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করতেই টার্গেট কিলিং: নাহিদ ইসলাম

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বিএনপি নেতা মোশাররফ

সুদানে ৬ সেনা নিহতের ঘটনায় তারেক রহমানের শোক

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

এআই দিয়ে তৈরি ছবি বুঝতে না পারায় দুঃখ প্রকাশ করলেন রিজভী

যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

নির্বাচন অত সহজ হবে না–আমার কথাই সত্যি হচ্ছে: তারেক রহমান

হাদির ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জামায়াত

বক্তব্যে ভুয়া ছবির উল্লেখ করায় রিজভীকে ক্ষমা চাইতে বললেন ডাকসু ভিপি সাদিক