হোম > রাজনীতি

জঙ্গিবাদ রোধে শিশুদের সংস্কৃতিমনা করে গড়ে তুলতে হবে: তথ্যমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, শিশুদের সংস্কৃতিমনা করে গড়ে তুলতে পারলে দেশে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক আস্ফালন নির্মূল করা যাবে। শিশু সংগঠনের কার্যক্রম বৃদ্ধি, সংবাদমাধ্যমে শিশুদের জন্য আলাদা পাতা এবং তাদের মধ্যে অসাম্প্রদায়িক চেতনার বীজ বপনের মাধ্যমে এটা সম্ভব।

আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরাম আয়োজিত ছড়াকার ও সাংবাদিক রফিকুল হক দাদু ভাইয়ের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের সিনিয়র সহসভাপতি নজমুল হক সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় স্মরণসভায় বক্তারা রফিকুল হক দাদু ভাইয়ের স্মৃতিচারণ ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

মন্ত্রী বলেন, একসময় পত্রিকাগুলো শিশুদের জন্য আলাদা করে পাতা বের করত, কিন্তু এখন আর সেটা খুব বেশি গুরুত্ব পাচ্ছে না। এ সময় সংবাদমাধ্যমের মালিকদের সপ্তাহে অন্তত এক-দুই দিন শিশুদের পাতা বের করার অনুরোধ করেন তিনি। বাংলাদেশ টেলিভিশনের একসময়কার জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান নতুন কুঁড়ি শিগ্‌গির পুনরায় চালু হচ্ছে বলেও তিনি তাঁর বক্তব্যে জানান।

রফিকুল হক দাদুভাই স্মরণে মন্ত্রী বলেন, একজন শিশু সংগঠক হিসেবে তিনি নতুন প্রজন্ম তৈরি করতে ভূমিকা রেখেছেন। তার হাত ধরে এই বাংলায় বহু গুণী মানুষের জন্ম হয়েছে। 

নির্বাচনী হলফনামা: মডেল মেঘনা পেশায় রাজনৈতিক প্রশিক্ষক, নেই গয়না-গাড়ি

এনসিপির আরও এক কেন্দ্রীয় নেতার পদত্যাগ

খালেদা জিয়ার আসনে বিকল্পরাই দলীয় প্রার্থী: সালাহউদ্দিন আহমদ

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে মানুষ: মির্জা ফখরুল

জামায়াত আমিরের ‘গোপন বৈঠক’ নিয়ে সংবাদ, ক্ষোভ প্রকাশ সারজিসের

ভারতের সঙ্গে ‘গোপন বৈঠক’ মর্মে সংবাদ, নিন্দা জামায়াত আমিরের

মায়ের ত্যাগ-উদারতার উদাহরণ থেকেই শক্তি, ঐক্য ও দেশপ্রেম খুঁজে পাই: তারেক রহমান

‘আপনারা সেই শক্তি, যার কারণে জাতি আমার মায়ের স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে’

শোকার্ত জনসমুদ্রের সশ্রদ্ধ বিদায়