হোম > রাজনীতি

কেক কেটে ছাত্র অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঢাবি প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চতুর্থ বর্ষে পা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে সংগঠনটি। 

আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে আয়োজনের শুরু হয়। এরপর কেক কাটা হয়। পরে টিএসসি থেকে একটি পতাকা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আয়োজন শেষ হয়। 

সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে সংগঠনটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘শিক্ষা, অধিকার ও প্রগতির মূলমন্ত্রে উজ্জীবিত কোটা সংস্কার আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া সংগঠন, রাজপথে শ্রম, ঘাম ও রক্ত দিয়ে গড়ে ওঠা সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের অধিকার আদায়ের আজ চতুর্থ বছর। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা স্মরণ করছি ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হাসান আল মামুনকে। যাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে। আমরা আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে তার মুক্তির দাবি করছি।’ 

এ সময় নেতা–কর্মীরা সংগঠনটির সাবেক আহ্বায়ক হাসান আল মামুনের মুক্তির দাবিতে ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, মামুন ভাইয়ের মুক্তি চাই’ স্লোগান দেয়। 

বিন ইয়ামিন মোল্লা আরও বলেন, ‘বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জন্মই হয়েছে রাজপথে অধিকার আদায়ের মাধ্যমে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের অধিকার আদায়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছে। শিক্ষার্থীদের মেধাভিত্তিক ছাত্র রাজনীতির চর্চাকে উৎসাহিত করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ একটি সুন্দর জাতি বিনির্মাণের স্বপ্ন দেখে এবং সেটি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।’ 

অধিকার পরিষদে শামিল হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ভিন্ন ধারার একটি ছাত্র সংগঠন। এই ছাত্র সংগঠন দলীয় দাসত্ব এবং লেজুড়বৃত্তির বাইরে একটি স্বাধীন এবং স্বতন্ত্র ছাত্র সংগঠন।’ 

সমাবেশে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র সহসভাপতি তরিকুল ইসলাম, ঢাবি শাখার সভাপতি আখতার হোসেন ও সাধারণ সম্পাদক আকরাম হোসেনসহ কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শাখার নেতা–কর্মীরা। 

প্রথম আলো-ডেইলি স্টার-ছায়ানটে অগ্নিসংযোগের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিন্দা

হাদির মৃত্যু ঘিরে নৈরাজ্য নির্বাচন বানচালের ষড়যন্ত্র: বিএনপি

প্রথম আলো-ডেইলি স্টারে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির তীব্র নিন্দা

প্রথম আলো, ডেইলি স্টার পরিদর্শনে গণতান্ত্রিক সংস্কার জোটের নেতারা

কিছু নির্দিষ্ট স্থানে হামলা নির্বাচন বানচালের চেষ্টা কি না, সন্দেহ সালাহউদ্দিনের

আমরা ভারতীয় দূতাবাস ভাঙচুর করতে চাই না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ট্রাভেল পাস পেলেন তারেক রহমান

ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের নিন্দা

ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে: জুমা

উসকানিতে পা না দেওয়ার আহ্বান জামায়াত আমিরের